Advertisement
Advertisement

Breaking News

Language Politics

ইংরাজিতে লেখা চিঠির জবাব হিন্দিতে কেন্দ্রীয় মন্ত্রীর, তামিল হরফে প্রতিবাদপত্র DMK নেতার

সমাজমাধ্যমে প্রতিবাদী চিঠি পোস্ট করেন ডিএমকে সাংসদ।

This DMK MP replies on Union Minister's Hindi letter in Tamil Language
Published by: Kishore Ghosh
  • Posted:October 26, 2024 7:29 pm
  • Updated:October 26, 2024 7:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দি ভার্সেস তামিল, তথা আঞ্চলিক ভাষাযুদ্ধ নতুন কোনও বিষয় নয়। মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের কাছে ‘হিন্দি প্রভাবিত জাতীয় শিক্ষানীতি’ নিয়ে আপত্তি জানিয়েছিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের দল। এবার হিন্দির আগ্রাসনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানালেন ডিএমকের রাজ্যসভা সাংসদ এমএম আবদুল্লা। অভিযোগ রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টুর বিরুদ্ধে। ঠিক কী ঘটেছে?

কিছুদিন আগে যাত্রিবাহী ট্রেনের পরিচ্ছন্নতা, খাদ্যের মান ও পরিষেবার সমস্যা নিয়ে রেল প্রতিমন্ত্রীকে চিঠি লেখেন ডিএমকের রাজ্যসভা সাংসদ। ইংরাজিতে ওই চিঠি লিখেছিলেন তিনি। যদিও তার উত্তর আসে হিন্দিতে লেখা চিঠিতে। বিষয়টিকে ভালো ভাবে নেননি ডিএমকের রাজ্যসভা সাংসদ এমএম আবদুল্লা। তিনি অভিনব প্রতিবাদ জানান। পালটা রেল প্রতিমন্ত্রীকে তামিল হরফে লেখা প্রতিবাদপত্র লেখেন। শনিবার সমাজমাধ্যমে সেই চিঠি পোস্টও করেন। প্রতিবাদ জানাতেই এমন কাজ করেছেন, সেকথাও সোশাল মিডিয়ায় লিখেছেন আবদুল্লা। লেখেন, “আমি হিন্দি জানি না। কেন্দ্রীয় মন্ত্রীর হিন্দি চিঠির একটি বর্ণও বুঝতে পারিনি। তাই এমন করলাম।”

Advertisement

মাঝে “হিন্দি প্রভাবিত জাতীয় শিক্ষানীতি”র বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছিল তামিলনাড়ু, কেরল, কর্নাটক জুড়ে। হিন্দি না-জানার জন্য হিন্দিভাষী নিরাপত্তা কর্মী ও কেন্দ্রীয় সরকারি অফিসারেরা বাকিদের হামেশাই হেনস্থা করেন বলে অভিযোগ ওঠে। কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী আবার টুইটে অভিযোগ করেছেন, হিন্দি রাজনীতির ধাক্কায় দক্ষিণের বহু নেতা তাঁদের যোগ্যতা অনুযায়ী মর্যাদা পাননি। কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রীর চিঠিতে নতুন করে কাটা ঘায়ে নুনের ছিটে পড়েছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement