Advertisement
Advertisement

Breaking News

বস্তির বালকদের বর্ষাতি তৈরির প্রশিক্ষণ দিলেন ডিজাইনার

সমাজ, অর্থনীতির মতো গুরুগম্ভীর ব্যাপার পেরিয়ে স্রেফ সদিচ্ছার জোরেও যে সমাজের ছবিটা বদলানো যায়, তাইই যেন প্রমাণ করলেন এই ডিজাইনার৷

This Designer Taught Slum Kids to Make Raincoats with Buttons & Rubber Bands
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 9, 2016 8:27 pm
  • Updated:August 9, 2016 8:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষা নিয়ে যত রোম্যান্টিকতাই থাক না কেন, খিচুড়ি-ইলিশে যতই জমে উঠুক বর্ষামঙ্গল, এক শ্রেণির মানুষের কাছে মেঘদূত কিন্তু সত্যিই আহাম্মক৷ কেননা মাথায় অঝোর বৃষ্টি নিয়ে তাঁরা বোঝেন, এ বর্ষায় রোমান্স নয়, সর্বনাশের সম্ভাবনাই বেশি৷

কিন্তু দেশের আর্থসামাজিক পরিস্থিতি এমনই যে, এ চিত্র যেন কিছুতেই বদলাতে চায় না৷ একদিকে যেমন কিছু বাচ্চা নানা ফ্যাশনের বর্ষাতিতে চলেছে নিজেদের ছন্দে, অন্যদিকে তখন কিছু বাচ্চা কাকভেজা৷ কেননা তাদের মাথার উপর ছাদ নেই৷ ঘরবাড়ি সব বলেই এই ফুটপাথ কিংবা বড়জোর বস্তির ঝুপড়ি৷ এই বর্ষায় সে ঝুপড়িও জল থইথই৷ টিকে থাকাই যখন সমস্যার তখন বর্ষাতির বিলাসিতা আর কোথায়!

Advertisement

সমাজের এ ছবি বেদনাদায়ক সন্দেহ নেই৷ কিন্তু বদলাতে ক’জনই বা এগিয়ে আসেন! তবে আহমেদাবাদের ডিজাইনার অনুজ শর্মা নিঃসন্দেহে ব্যতিক্রমী৷ বস্তির বাচ্চাদের জন্য কিছু করবেন ভেবেছিলেন৷ প্রথমে ঠিক করেছিলেন তাদের কিছু বর্ষাতি উপহার দেবেন৷ তারপর ভাবলেন তাতে তো সমস্যার সমাধান হবে না৷ বরং বর্ষাতি তৈরির পদ্ধতি শিখিয়ে দিলে কাজের কাজ হয়৷ কিন্তু বর্ষাতি বানানোর উপকরণের খরচ, সেলাই মেশিন জোগাড় তো চাট্টিখানি কথা নয়৷ কিন্তু সমস্যার সমাধান করলেন অনুজ নিজেই৷ স্রেফ কিছু বোতাম ও রাবার ব্যান্ড দিয়ে পোশাক বানানোর একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন তিনি৷সেভাবেই আহমেদাবাদের এক বস্তির বাচ্চাদের বর্ষাতি বানাতে শিখিয়েছেন এই ডিজাইনার৷ উপকরণ বলতে স্রেফ সাধারণ পলিথিন৷ বাচ্চারা শিখেও নিয়েছে চটপট৷ পলিথিনকে বিশেষ কায়দায় মুড়ে বোতাম ও রাবার ব্যান্ড লাগিযে নিলেই দিব্যি তা বর্ষাতির রূপ নিচ্ছে৷ আর তা পেয়ে খুশির হাসি বাচ্চাদের মুখে৷ এই হাসিটিই ডিজাইনার অনুজের কাছে সবথেকে বড় উপহার বলে জানাচ্ছেন তিনি৷

সমাজ, অর্থনীতির মতো গুরুগম্ভীর ব্যাপার পেরিয়ে স্রেফ সদিচ্ছার জোরেও যে সমাজের ছবিটা বদলানো যায়, তাই-ই যেন প্রমাণ করলেন এই ডিজাইনার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement