Advertisement
Advertisement

Breaking News

Delhi

বাড়ির সামনে নির্মাণ সামগ্রী রাখা নিয়ে বচসা, প্রতিবেশী পুলিশকর্মীকে কুপিয়ে মারল পিতা-পুত্র!

পলাতক অভিযুক্ত পিতা-পুত্র।

This Delhi Police Homeguard Stabbed To Death By Neighbours With Sword | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:August 21, 2023 1:18 pm
  • Updated:August 21, 2023 1:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামান্য কারণে প্রতিবেশী পুলিশকর্মীকে তরোয়াল দিয়ে কুপিয়ে খুন করলেন পিতা-পুত্র! পুলিশকর্মী যুবকের বাড়িতে মেরামতির কাজ চলছিল। তিনি নির্মাণ সামগ্রী রেখেছিলেন প্রতিবেশীর বাড়ির সামনের রাস্তায়। এই নিয়ে বচসার জেরেই হত্যাকাণ্ড, জানিয়েছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে। ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

মৃতের নাম ধরমপাল কাশ্যপ (৫০)। ফরিদাবাদের গড়খেদার বাসিন্দা। ধরমপালের বাড়িতে শৌচালয় মেরামতির কাজ চলছিল। তিনি নির্মাণ সামগ্রী রেখেছিলেন বাড়ির সামনের রাস্তায়। প্রতিবেশী সুনীল এবং এবং তাঁর ছেলে অজয় অভিযোগ করেন, নির্মাণ সামগ্রী তাঁদের বাড়ির পাশে রাখায় যাতায়াতে অসুবিধা হচ্ছে। দ্রুত তা সরিয়ে ফেলতে হবে। যদিও পিতা-পুত্রের নির্দেশ মানেননি ধরমপাল। এরপরেই তুমুল বচসা থেকে হাতাহাতি শুরু হয়। অভিযোগ, মাঝে ছুটে গিয়ে বাড়ি থেকে তরোয়াল এনে হামলা চালায় অজয়।

Advertisement

[আরও পড়ুন: ‘জোটে লাভ নেই, নির্দিষ্ট ইস্যু নিয়ে জনতার কাছে যেতে হবে’, INDIA-র সমালোচনায় পিকে ‘স্যর’]

পুলিশ জানিয়েছে, ধরমপালের বুকে তরোয়াল দিয়ে আঘাত করেন অজয়। ওই আঘাতের পরেই রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়েন ধরমপাল। সঙ্গে সঙ্গে ঘটনাস্থল ছেড়ে পালায় সুনীল-অজয়। ধরমপালকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়। যদিও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। খুনের মামলা দায়ের করেছে পুলিশ। খোঁজ চলছে অভিযুক্ত পিতা-পুত্রের। 

[আরও পড়ুন: আমেরিকায় চিকিৎসা সেরে কলকাতায় অভিষেক, বিমানবন্দরে বাবার সঙ্গে দেখা গেল আজানিয়াকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement