Advertisement
Advertisement
Delhi

পুলিশের কাছে রোমহর্ষক খুনের কথা স্বীকার ২ জঙ্গির! রাজধানীতে উদ্ধার তিন টুকরো দেহ

সাধারণতন্ত্র দিবসের আগে বাড়ছে উদ্বেগ।

This Chopped Up Body Found In Delhi Day After 2 Arrested Over Terror Links | Sangbad Pratidin

প্রতীকী।

Published by: Kishore Ghosh
  • Posted:January 14, 2023 6:45 pm
  • Updated:January 14, 2023 6:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন সাধারণতন্ত্র দিবস (Republic Day)। রাজধানী দিল্লিতে (Delhi) তার প্রস্তুতি এখন তুঙ্গে। তার আগে একের পর এক ঘটনায় উদ্বেগ বাড়ছে লালকেল্লার শহরে। দু’দিন আগে জঙ্গিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাঁদের কাছ থেকে হ্যান্ড গ্রেনেড-সহ প্রচুর অস্ত্রসস্ত্রও উদ্ধার হয়েছিল। সূত্রের খবর, অভিযুক্তদের দেওয়া তথ্যের ভিত্তিতে এদিন উত্তর দিল্লির নির্জন এলাকা থেকে একটি ছিন্নভিন্ন দেহ উদ্ধার করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রশ্ন হল, ওই মৃত দেহের সঙ্গে ধৃতদের কীসের সম্পর্ক? তারাই কি খুন করেছিল?

বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে দিল্লির ভালসওয়া এলাকাতে তল্লাশি অভিযান চালিয়েছিল পুলিশ। এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় জগজিৎ সিং আলিয়াস এবং নৌশাদ নামের দুই ব্যক্তিকে। সেই সময় তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছিল ৩টি পিস্তল ও ২২ রাউন্ড গুলি। এর পর শনিবার তাদের আস্তানা থেকে হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। তাদের জেরা করেই উত্তর দিল্লির পরিত্যক্ত দেহাংশের কথা জানতে পারে পুলিশ। এলাকায় পৌঁছাল এক ব্যক্তির তিন টুকরো দেহ পায় পুলিশ। যা উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ২৪-এ গুরুত্বপূর্ণ হবে আঞ্চলিক দলগুলি, প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন মমতা: অমর্ত্য সেন]

পুলিশ সূত্রে খবর, জগজিৎ সিংয়ের সঙ্গে যোগ রয়েছে কানাডার খলিস্তানি (Khalistan Organization) সংগঠনের অন্যতম সদস্য অর্শদীপ সিং গিলের। অন্যদিকে নৌসাদ ছিল হরকত-উল-আনসার (Harkat Ul Ansar) নামে জঙ্গি সংগঠনের সদস্য। প্রজাতন্ত্র দিবসে নাশকতার ছক ছিল তাদের। অন্যদিকে এই খুনের পিছনে তারা, তাও জানিয়েছে অভিযুক্তরা। কিন্তু ঠিক কী কারণে ওই ব্যক্তিকে খুনে করা হয়েছিল তা এখনও জানা যায়নি।

[আরও পড়ুন: কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করির অফিসে একাধিকবার ফোন করে খুনের হুমকি! চাঞ্চল্য নাগপুরে]

সব মিলিয়ে প্রজাতন্ত্র দিবসের আগে দিল্লির পুলিশের চিন্তা বাড়াচ্ছে একাধিক জঙ্গি সংগঠন। তবে যে কোনও ধরনের ষড়যন্ত্র রুখতে ইতিমধ্যে যাবতীয় ব্যবস্থা নিয়েছে প্রশাসন। গোটা শহরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সীমান্ত সিল করে নাকা চেকিং চালানো হচ্ছে। বাড়ানো হয়েছে পুুলিশের নজরদারি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement