Advertisement
Advertisement

Breaking News

উন্নয়নের আলো পৌঁছায়নি গ্রামে, ৪টি ভোটের জন্য বুথ নির্মাণ কমিশনের

ভোট দিয়ে কী লাভ? প্রশ্ন চার বাসিন্দার৷

This Chhattisgarh village has only 4 voters
Published by: Kumaresh Halder
  • Posted:November 7, 2018 3:37 pm
  • Updated:November 7, 2018 3:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ের রায়পুর শহর থেকে অনেক দূরে ছোট্ট একটি গ্রাম, শেরান্ধাদ৷ আয়তনও অনেকটাই৷ দূরদূরান্ত পর্যন্ত বিস্তৃত শক্ত লালমাটির পতিত জমি৷ চাষাবাদ হয় না বললেই চলে৷ যোগাযোগ বলতে একমাত্র সম্বল পায়ে চলা পথ৷ প্রায় ১৫ কিলোমিটার দূরে জাতীয় সড়কে গিয়ে মিশেছে৷ স্কুল, স্বাস্থ্য পরিষেবা পাওয়াটা এখানে স্বপ্নের৷ শেষ কবে এই গ্রামের মাটি উড়িয়ে ছুড়েছে মোটরগাড়ি, তা স্মৃতি আউড়ে বলাটা কঠিন স্থানীয়দের কাছে৷ শক্ত লালমাটির বুকচিড়ে খাবার জোগাড় করাটাই যে চ্যালেঞ্জ ওঁদের কাছে৷ জঙ্গলের ফল-মূল-কাঠ-পাতা কুড়িয়ে কোনওক্রমে বেঁচে থাকার লড়াই মিশেছে তাঁদের রক্তে৷ ফলে, নির্বাচনী লড়াইয়ে সামিল হওয়া এখানে বিলাসিতা মাত্র৷ ভোট আসে, ভোট যায়! মেলেও না কোনও প্রতিশ্রুতি৷ দেখাও মেলে না কোনও নেতার৷ কারণ, ভোট যে মাত্র চারটি৷ মাত্র চারটি ভোট চাইতে নেতারা ভুলেও মাড়ান না পা৷

[মদ্যপের কীর্তিতে অগ্নিকাণ্ড! রাজধানীর রাজপথে জ্বলল ১৮টি গাড়ি]

ঢাকঢোল পিটিয়ে গতমাসেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন৷ নয়াদিল্লিতে নির্বাচন সদন ভবন থেকে মুখ্য নির্বাচনী কমিশনার ওপি রাওয়াত মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় ও মিজোরামের ভোটের দিনক্ষণ ঘোষণা করেন৷ নির্বাচন কমিশনের তরফে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হতেই শুরু হয়েছে ভোটের উৎসব৷

Advertisement

[এবার নাম বদলাচ্ছে আহমেদাবাদের, ইঙ্গিত উপ-মুখ্যমন্ত্রীর]

দেশের প্রতিটি নাগরিকের ভোট দেওয়ার অধিকার সুরক্ষিত করতে তৎপরতাও শুরু করেছে কমিশন৷ আর সেই কারণে অনামী শেরান্ধাদ গ্রামের চার ভোটের জন্য বুথও গড়ে তোলার উদ্যোগ নিয়েছে কমিশন৷ ভরতপুর-সোনাট বিধানসভা কেন্দ্রের ১৪৩ নম্বর বুথে শেরান্ধাদ গ্রামের চার ভোটের জন্য বিশেষ ব্যবস্থা করেছে কমিশন৷ কিন্তু, সরকারি ভাবে উদ্যোগ নেওয়া হলেও ভোটে আগ্রহী নয় ‘নেই রাজ্যে’র চার বাসিন্দা৷ জীবনে বেঁচে থাকার জন্য যখন নূন্যতম সরকারি পরিষেবা জোটে না, তখন ভোট দিয়ে কীলাভ? প্রশ্ন বাসিন্দাদের৷

[অর্থমন্ত্রীর ঊর্ধ্বে নন আরবিআই গভর্নর, মন্তব্য মনমোহনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement