সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৩ বছরের কিশোর বোধহয় জন্মদিনে জীবনের সেরা উপহার পেল৷ ভালবেসে আস্ত একটি মার্সেডিজ বেঞ্জ উপহার দিয়েছেন বাবা৷ বাবা আবার যেমন-তেমন লোক নন, মুম্বইয়ের পশ্চিম ঘাটকোপার এলাকার প্রভাবশালী বিজেপি বিধায়ক রাম কদম৷ এতেই যত বিপত্তি!
#HappyBirthday to my dearest son @AumRKadam !!! This my loving gift for him !!! pic.twitter.com/yb0GvlZj9V
— Ram Kadam (@ramkadam) 19 November 2016
পুরনো ও নতুন নোটের গেরোয় সারা দেশ যখন উত্তাল, তখন বিজেপি নেতার এই সম্পদের আস্ফালন নিয়ে সরব হয়েছেন টুইটারবাসী৷ শুধু টাকা নয়, অনেকেই প্রশ্ন তুলেছেন, নাবালক কিশোরকে কেন এত দামী একটি গাড়ি উপহার দেওয়া হল৷
কালো টাকার বিরুদ্ধে মোদির মাস্টারস্ট্রোকে উত্তাল সারা দেশ৷ অদল-বদল এখন বন্ধ৷ তবে টাকা জমা ও তোলার পালা অব্যাহত৷ তাও ব্যাঙ্ক-এটিএমের বাইরে মানুষের লাইনের এতটুকু কমতি নেই৷ টাকার জন্য প্রাণও গিয়েছে একাধিক৷ এর বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা৷ তবে অধিকাংশ মানুষ এখনও প্রধানমন্ত্রীর পাশেই রয়েছেন৷
আর টাকার এই টালমাটালেও বিজেপি বিধায়কের এই মহার্ঘ উপহার প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে৷ প্রসঙ্গত, কয়েকদিন আগেই প্রকাশ্যে বাড়ির জন্য বিএমসি’কে ৫ লক্ষ ঘুষ দেওয়ার অভিযোগ করেছিলেন কমেডিয়ান কপিল শর্মা৷ সেই সময় তাঁর বাড়িতে গিয়ে তাঁকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল এই রাম কদমের বিরুদ্ধেই৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.