সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আধার যোগ না করলে বাতিল হতে পারে প্যান কার্ড। এ জল্পনা ক’দিন আগেই ছড়িয়েছিল। যদিও শেষমেশ তাতে রেহাই মিলেছে। এখনও প্যান বাতিল হওয়ার কোনও ঘোষণা করেনি সরকার। যদিও প্যান ও আধার সংযোগ বাধ্যতামূলক করা হয়েছে। তবে এবার আরও একটি জরুরি ঘোষণা সামনে এল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে। মায়েস্ট্রো কার্ড ৩১ জুলাইয়ের মধ্যেই বাতিল করতে চলেছে সংস্থাটি।
[ রমজান চলাকালীন মসজিদের ভিতরে এ কী করলেন যুবক! ]
ডেবিট কার্ড জালিয়াতি রুখতে বাড়তি নিরাপত্তার দিকে ঝুঁকেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে সব ব্যাঙ্কগুলিকে জানানো হয়েছিল যে, সাধারণ মায়েস্ট্রো কার্ডের বদলে EMV চিপ সংযুক্ত কার্ডই যেন গ্রাহকদের দেওয়া হয়। তাতে নিরাপত্তার রক্ষাকবচ অনেক বেশি আঁটোসাটো থাকবে। বহু ব্যাঙ্ক ইতিমধ্যেই নয়া এ কার্ড চালু করেছে। সেইমতো এবার মায়েস্ট্রো কার্ড বাতিলের পথে হাঁটল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা পিএনবি। যাঁদের কাছে এই ধরনের কার্ড আছে তা ব্লক করে দেওযা হবে চলতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে। বদলে নিখরচায় নতুন কার্ড ব্যাঙ্ক থেকে সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। সংস্থার পরিসংখ্যান অনুযায়ী প্রায় এক লক্ষ গ্রাহক এখনও পুরনো কার্ড ব্যবহার করছেন। তবে গত এক বছরে যাঁরা একবারও কার্ড ট্রানজাকশনের কাজে ব্যবহার করেননি তাঁদের কার্ডকে বাতিলের তালিকাতেই রেখেছে সংস্থাটি। অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে ৩১ জুলাইয়ের মধ্যেই আপনার পুরনো কার্ডটি ব্লক হয়ে যাচ্ছে। বদলে সংগ্রহ করে নিতে নতুন এবং আরও নিরাপদ ডেবিট কার্ড।
[ মসজিদ শব্দ দূষণের উৎস! পাঠ্য পুস্তকের ছবি ঘিরে বিতর্ক ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.