Advertisement
Advertisement

Breaking News

Assam

জেল থেকে বেরিয়েই স্ত্রী, শ্বশুর, শাশুড়িকে খুন! ছেলে কোলে থানায় আত্মসমর্পণ যুবকের

গার্হস্থ্য হিংসার অভিযোগেই জেল খাটেন যুবক।

This Assam Man Kills Wife, In-Laws With Machete and Surrenders With 9 Month-Old Son | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:July 25, 2023 1:16 pm
  • Updated:July 25, 2023 1:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রী, শ্বশুর এবং শাশুড়িকে খুনের পর ছেলেকে কোলে নিয়ে থানায় আত্মসমর্পণ করলেন যুবক! ভয়ংকর এই খুনের ঘটনা ঘটেছে অসমে (Assam)। গার্হস্থ্য হিংসার অভিযোগেই জেল খাটছিলেন যুবক। সম্প্রতি ছাড়া পেয়ে শ্বশুরবাড়ি যান। সেখানে নতুন করে ঝামেলা বাধে স্ত্রীর সঙ্গে। উপস্থিত ছিলেন যুবকের শ্বশুর, শাশুড়িও। বচসায় মেজাজ হারিয়ে তিন জনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে।

অসম পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতেরা হলেন সঙ্ঘমিত্রা ঘোষ এবং তাঁর বাবা-মা যথাক্রমে সঞ্জীব ঘোষ এবং জুনু ঘোষ। ঘটনাটি ঘোলাঘাট শহরের। হিন্দি স্কুল রোড এলাকায় যুবকের শ্বশুরবাড়ি। জেল থেকে ছাড়া পেয়ে স্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। সেখানেই নতুন করে বচসা বাধে স্ত্রীর সঙ্গে। জামাইয়ের সঙ্গে ঝামেলায় জড়ান শ্বশুর-শাশুড়িও। তখনই মেজাজ হারিয়ে স্ত্রী এবং শ্বশুর-শাশুড়িও কুপিয়ে হত্যা করেন যুবক। জানা গিয়েছে, ঘটনার সময় ভিডিও কলে ছিলেন কাজিরাঙা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সঙ্ঘমিত্রার ছোট বোন। অনলাইনে গোটা ঘটনা তিনি চাক্ষুষ করেছেন বলেই মনে করা হচ্ছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাড়িতে টাকা চেয়ে ফোন, পরমুহূর্তেই রহস্যমৃত্যু বাংলার শ্রমিকের]

উল্লেখ্য, দম্পতির ন’মাস বয়সি এক ছেলে রয়েছে। খুনের পর তাকে কেলো নিয়েই থানায় হাজির হন অভিযুক্ত যুবক। আত্মসমর্পণ করেন। ঠিক কী নিয়ে আশান্তি তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন: দেশে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ৫৪ শতাংশই যোগীরাজ্যে, প্রকাশ্যে রিপোর্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement