Advertisement
Advertisement

Breaking News

Delhi

লাগাতার যৌন নির্যাতনের ‘বদলা’, ‘সমকামী’ শিক্ষককে গলা কেটে খুন ১৪ বছরের কিশোরের!

পুলিশ আটক করেছে কিশোরকে।

This 14 Year Old Delhi Boy Murders His Tutor Who Sexually Abused Him | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:September 3, 2023 1:29 pm
  • Updated:September 3, 2023 1:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষক ‘সমকামী’। যৌন নির্যাতন চালাতেন নাবালক ছাত্রের উপরে। এমনকী আপত্তিকর ভিডিও তুলে ব্ল্যাকমেল করতেন বলেও অভিযোগ। ‘বদলা’ নিতে শিক্ষককে কাগজ কাটার ধারাল ছুরি দেয়ে গলা কেটে হত্যা করল নির্যাতিত নাবালক! শুক্রবার অভিযুক্ত ১৪ বছরের কিশোরকে আটক করেছে দিল্লি পুলিশ (Delhi Police)। রাজধানীর এই চাঞ্চল্যকর খুনের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে জামিয়া নগরে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ২৮ বছরের শিক্ষকের সঙ্গে মাস দুই আগে আলাপ হয়েছিল কিশোরের। কিছুদিন পর থেকে নাবালকের উপরে যৌন নির্যাতন চালাচ্ছিল যুবক। এমনকী যৌন হেনস্তার ভিডিও করে তা দেখিয়ে ব্ল্যাকমেল করা হত কিশোরকে। বদলা নিতে খুনের ছক কষেছিল ১৪ বছরের কিশোর। দক্ষিণ পূর্ব দিল্লির ডিসিপি রাজেশ দেও জানান, গত ৩০ আগস্ট খুনের ঘটনা ঘটে জামিয়া নগরের বেতলা হাউস এলাকায়। স্থানীয় আবাসনের এক কামরার ফ্ল্যাট থেকে রক্ত বেরোতে দেখে পুলিশে খবর দেন প্রতিবেশীরা।

Advertisement

[আরও পড়ুন: মুম্বইয়ের বৈঠকের পরই ফের অসুস্থ সোনিয়া গান্ধী, ভরতি হাসপাতালে]

তদন্তে নেমে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, মৃত শিক্ষক সমকামী ছিলেন। ১৪ বছরের কিশোরকে যৌন হেনস্তা করতেন তিনি। এর জেরে বদলা নিতেই কিশোর কাগজ কাটার ছুরি দিয়ে শিক্ষককে গলা কেটে খুন করেছে। শুক্রবার নাবালককে আটক করেছে পুলিশ। তাকে জেরা করে ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

[আরও পড়ুন: ব্রিজভূষণ-তদন্ত রিপোর্ট চোখে ধুলো দেওয়ার চেষ্টা, আদালতে মন্তব্য কুস্তিগিরদের আইনজীবীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement