Advertisement
Advertisement
Union Budget 2025

সস্তা হবে টিভি, মোবাইল, ইলেকট্রিক গাড়ি, বাজেটের পর কোন কোন পণ্যের দাম বাড়বে?

চাকরিজীবীদের জন্য বাজেটে 'কল্পতরু' হয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

Things to get costlier and cheaper after Union Budget 2025

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:February 1, 2025 1:28 pm
  • Updated:February 1, 2025 1:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরিজীবীদের জন্য বাজেটে ‘কল্পতরু’ হয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কৃষকদের জন্য ঋণের ঘোষণাও করেছেন তিনি। সেই সঙ্গে একাধিক পণ্যে শুল্ক ছাড়ের কথাও জানিয়েছেন নির্মলা। সেই সিদ্ধান্তের জন্য একাধিক জিনিসের দাম কমতে চলেছে। ফলে স্বস্তির শ্বাস ফেলবেন মধ্যবিত্ত ক্রেতারা।

তৃতীয় দফায় নরেন্দ্র মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হল শনিবার। সেখানে ওষুধের শুল্ক ছাড় নিয়ে বড়সড় ঘোষণা করেন অর্থমন্ত্রী। ক্যান্সার-সহ একাধিক মারণরোগের ওষুধের দাম কমতে চলেছে। কারণ ৩৬টি জীবনদায়ী ওষুধে পুরোপুরি শুল্ক ছাড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এছাড়াও ৬টি জীবনদায়ী ওষুধে ৫ শতাংশ শুল্ক কমানো হয়েছে। ফলে সস্তা হবে ওষুধ। সুরাহা মিলবে অসুস্থদের।

Advertisement

আমজনতার দৈনন্দিন ব্যবহারের একাধিক জিনিসের দামও কমতে পারে। বৈদ্যুতিন জিনিসে শুল্ক কমানো হয়েছে। তার ফলে সস্তা হবে এলইডি এবং এলসিডি টিভি। মোবাইলের যন্ত্রাংশে শুল্ক কমায় দাম কমবে মুঠোফোনের। ইলেকট্রনিক ব্যাটারির শুল্ক কমায় সস্তা হবে বৈদ্যুতিন গাড়ি। লেড এবং জিঙ্কের উপর থেকে প্রাথমিক শুল্ক প্রত্যাহার করায় ব্যাটারির দাম কমবে। সস্তা হবে মেডিক্যাল এবং সার্জিক্যাল সরঞ্জামও। 

চর্মজাত দ্রব্যের উপরে শুল্ক প্রত্যাহার করায় সস্তা হবে জুতো, বেল্ট, ব্যাগের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস। দাম কমবে জাহাজের যন্ত্রাংশের। দেশে তৈরি পোশাকও সস্তা হবে। সামুদ্রিক মাছ-সহ একাধিক সিফুডের দামও কমবে। তবে বাজেটের ঘোষণার পরে বাড়তে পারে টিভি এবং মোবাইলের স্ক্রিনের দাম। যদিও বিশ্লেষকদের অনুমান, চাকরিজীবীদের হাতে নগদের পরিমাণ বাড়ায় আগামী কয়েকদিনে বাড়বে ক্রয়ক্ষমতা। সেই চাহিদা পূরণ করতে গিয়ে কিছুদিনের জন্য বাজারে মূল্যবৃদ্ধি দেখা যেতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement