Advertisement
Advertisement

সরকার কন্ডোম খুঁজে পায়, নিখোঁজ ছাত্রকে নয়: কানহাইয়া

নিখোঁজ ছাত্র ইস্যুতে এবার কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা কানহাইয়া কুমার৷

They could find 3000 condoms but not missing student: Kanhaiya Kumar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 8, 2016 3:35 pm
  • Updated:November 8, 2016 3:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিখোঁজ ছাত্র ইস্যুতে এবার কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা কানহাইয়া কুমার৷ জেএনইউ’র নিখোঁজ ছাত্র নাজিব আহমেদের প্রসঙ্গে এক সাক্ষাৎকরে কানহাইয়া তিনি বলেন, “সরকার বিশ্ববিদ্যালয় চত্ত্বর থেকে ৩০০০ কন্ডোম খুঁজে পেতে পারে কিন্তু একজন নিখোঁজ ছাত্রকে খুঁজে বের করতে পারে না৷”

সম্প্রতি কানহাইয়া কুমার নিজের বইপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সরকারের বিরুদ্ধে এই মন্তব্য করেন৷ নিজের বই ‘From Bihar to Tihar’ প্রকাশের সময় এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকরে জেএনইউ’র ছাত্রনেতা বিজেপি’র বিরুদ্ধে সরব হন৷

Advertisement

প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর থেকে নিখোঁজ জেএনইউ’র ছাত্র নাজিব আহমেদ৷ তাঁর নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস চত্ত্বর৷ ছেলেকে খুঁজে পাওয়ার দাবিতে পথে নেমেছেন নাজিবের মা স্বয়ং৷ কিন্তু এতকিছুর পরেও নাজিবকে খুঁজে পাওয়া যায়নি৷ আচমকা ক্যাম্পাস থেকে নাজিবের নিখোঁজ হয়ে যাওয়ার পিছনে এবিভিপি’র হাত রয়েছে বলেও অভিযোগ করছে ছাত্রদের একাংশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement