সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জলই জীবন! জীবন দিয়ে এই গুরুত্ব জানেন ওঁরা৷ কারণ, সামান্য জল সংগ্রহ করতে গিয়েই ওঁদের পাড়ি দিতে হয় কয়েক কিলোমাটার৷ মাথায় কলশির উপর কলশি চাপিয়ে সকাল-বিকেল জল সংগ্রহ করাটাই যে ওঁদের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ৷ শত কষ্ট হলেও এক দিনের জন্যও এই কাজ থেকে বিরত থাকার সুযোগও মেলে না ওঁদের৷ ফলে, ওঁরা বোঝেন জল অপচয়ের কষ্ট৷ আর এই কষ্টকেই পুঁজি করে জোট বেঁধেছেন মধ্যপ্রদেশের অনামী চিতোরপুরের মহিলারা৷ এলাকায় জলকষ্ট দূরীকরণের লক্ষ্যে গড়ে তুলেছেন বাহিনী৷ অল্পদিনেই বেড়েছে নাম-ডাক৷ গ্রামের বেশিরভাগ লোকের সমস্যা সমাধানের একমাত্র ভরসা হয়েছে দাঁড়িয়েছে ‘হ্যান্ডপাম্প ওয়ালি চাচি’রা৷ কারণ, যেখানেই জলের সমস্যার খবর মেলে, সেখানেই দল বেধে ছুটে যান চিতোরপুর গ্রামের ‘চাচি’রা৷ মুহূর্তেই করেন সমাধান৷
‘Handpump waali chachis’, a group of 15 tribal women in MP’s Chhatarpur, have been repairing tubewells for free for last 8-9 yrs; say, “we have repaired tubewells in Bhopal, Rajasthan&Delhi as well. We travel on foot to nearby villages. Haven’t received any help from authorities” pic.twitter.com/3zh8gU5Vxy
— ANI (@ANI) June 24, 2018
সম্প্রতি, এই ‘চাচি’দের কৃতিত্বের কথা তুলে ধরে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে সংবাদ সংস্থা এএনআই৷ সংবাদ সংস্থার ভিডিও টুইটারে পোস্ট হতেই ছড়িয়ে৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় দু’মিনিট চার সেকেন্ডের ভিডিওটি৷ ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে আরও জনপ্রিয় হয়ে উঠেছেন লম্বা ঘোমটার আড়ালে লুকিয়ে থাকা ‘চাচি’রা৷
[ ‘অধিকার অর্জনে মুসলিমদের ভোট দিতে হবে মুসলিম প্রার্থীকেই’, আবেদন ওয়েসির ]
ঠিক কী কাজ করেন ‘হ্যান্ডপাম্প ওয়ালি চাচি’রা? প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ১৫ জনের দলটির মূল কাজই হল গ্রামের খারাপ ডিপ টিউবয়েলগুলি মেরামত করা৷ কারণ, গ্রামের টিউবয়েলগুলি খারাপ হলে সরকারিভাবে তার মেরামতি করতে লেগে যেত বহু সময়৷ ফলে, টিউবয়েল মেরামত না হওয়া পর্যন্ত জল সংগ্রহে গ্রামের মহিলাদের পাড়ি দিতে হত কয়েক কিলোমিটার৷ মহিলাদের সমস্যা মেটাতে জোট বাঁধেন মহিলারাই৷ গড়ে তোলেন একটি সমিতি৷ গত নয় বছর দল বেঁধে গ্রামে গ্রামে ঘুরে টিউবয়েল মেরামতির কাজ নিজেদের কাঁধে নিয়ে এগিয়ে চলেছেন তাঁরা৷ নয় বছরের এই লড়াই প্রসঙ্গে ১৫-চাচির মন্তব্য, ‘‘আমাদের এখানে জলের সমস্যা আছে৷ তাই আমরা গ্রামবাসীদের জন্য এই কাজ করে থাকি৷ আমারা প্রত্যেকেই টিউবয়েল মেরামিতর জন্য জোট বেঁধেছি৷ গত ন’বছরে আমরা এই কাজ করেছি, কোনও আর্থিক সহযোগিতা ছাড়াই৷ নিজেদের উদ্যোগে এই কাজ করলেও সরকারি ভাবে আমরা কোনও সাহায্য পাইনি৷ কিন্তু, তাতে আমাদের কাজ থেমে থাকেনি৷ বরং দুর্গম পথও পায়ে হেঁটে আমরা পৌঁছে গিয়ে টিউবয়েল মেরামত করেছি৷’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.