Advertisement
Advertisement

জানেন, ১ এপ্রিল থেকেই কোন কোন জিনিসের দাম বাড়ছে?

কীসে পড়বে পকেটে কোপ, জেনে রাখুন৷

These things will turn expensive from April 1
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 29, 2017 3:28 am
  • Updated:December 24, 2019 5:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বাজেট অধিবেশনেই ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ তবে প্রয়োগ হতে চলেছে সামনের এপ্রিল থেকে৷ ফের বাড়তে চলেছে নিত্য ব্যবহৃত কিছু সামগ্রীর দাম৷ তালিকায় কিছু সাধারণ মানুষের শখের সামগ্রীও রয়েছে বটে৷

[ভারতের মসনদে বসবেন ‘নরেনদাস’, ৪৫০ বছর আগে বলেছিলেন নস্ত্রাদামুস]

Advertisement

তালিকায় রয়েছে

  • সিগারেট
  • পান মশলা
  • সিগার
  • চুরুট
  • বিড়ি
  • গুটকা, খৈনি জাতীয় সামগ্রী
  • এলইডি ল্যাম্পের উপকরণ
  • কাজুবাদাম
  • অ্যালুমিনিয়ামের উপকরণ
  • অপটিক্যাল ফাইবার তৈরি করার পলিমার মোড়া এমএস টেপ
  • রুপোর কয়েন

[উত্তরপ্রদেশে ধর্মীয় বিভাজন নিয়ে উদ্বেগ প্রকাশ মমতার]

এছাড়াও পয়লা এপ্রিল থেকে বাড়ছে গাড়ি, মোটর সাইকেল ও স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের পরিমাণ৷ ইতিমধ্যে সেই সুপারিশে গ্রিন সিগন্যাল দিয়েছে ইনসিওরেন্স রেগুলেটরি ও ডেভলপমেন্ট অথোরিটি৷ তবে শুধু দাম বাড়ছে না কিছু প্রয়োজনীয় জিনিসের দাম কমছেও৷

কমার এই তালিকায় রয়েছে

  • ঘরে ব্যবহার করার RO মেমব্রেন
  • এলএনজি
  • সোলার প্যানেলে ব্যবহার হওয়া কাঁচ
  • জ্বালানি ও বায়ু দ্বারা চালিত জেনারেটিং সিস্টেম
  • চামড়া ট্যান করতে যে ভেষজ সামগ্রী ব্যবহৃত হয়
  • পিওএস মেশিন ও ফিঙ্গার প্রিন্ট রিডার

এবং

  • প্রতিরক্ষা পরিষেবার গ্রুপ বীমা

[জানেন, কেন নিজের নাম পাল্টেছিলেন অক্ষয় কুমার?]

বাড়া ও কমার মাঝে এভাবেই পরিবর্তন আসতে চলেছে মধ্যবিত্ত জীবনে৷ পরিবর্তনের এই আবহেই শুরু হচ্ছে নতুন অর্থবর্ষ৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement