Advertisement
Advertisement

Breaking News

বিশ্ব ব্যাংক

করোনার মারে ৩.২ শতাংশ সংকুচিত হতে পারে ভারতের অর্থনীতি: বিশ্ব ব্যাংক

বিশ্ব অর্থনীতির ছবি ও গতিপথ পালটে দিয়েছে করোনা ভাইরাস।

The World Bank projects Indian economy to contract 3.2% in FY21
Published by: Monishankar Choudhury
  • Posted:June 9, 2020 3:44 pm
  • Updated:June 9, 2020 3:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব অর্থনীতির ছবি ও গতিপথ পালটে দিয়েছে করোনা ভাইরাস। মহামারীর প্রভাবে নিম্নমুখী অধিকাংশ দেশের জিডিপি বৃদ্ধির হার। এহেন সময়ে ফের আশঙ্কার কথা শোনাল বিশ্ব ব্যাংক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম এত ভয়াবহ মন্দা আসতে চলেছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সংস্থাটি। পাশাপাশি, বিশ্ব ব্যাংকের পূর্বাভাস, চলতি অর্থবর্ষে ৩.২ শতাংশ সংকুচিত হতে পারে ভারতের অর্থনীতি।

[আরও পড়ুন: ‘দিল্লি এখনও গোষ্ঠী সংক্রমণ থেকে মুক্ত’, কেন্দ্রের ঘাড়ে দায় চাপিয়ে ঘোষণা মনীশ শিসোদিয়ার]

সোমবার ‘Global Economic Prospects report’ প্রকাশ করেছে বিশ্ব ব্যাংক। ওই রিপোর্টে বলা হয়েছে, অর্থবর্ষ ২০২০-২১-এ ভারতের অর্থনীতি সংকুচিত হবে। তবে তার পরের বছর অর্থাৎ ২০২১-২২ অর্থবর্ষে ভারতের অর্থনীতি ৩.১ শতাংশ হারে বাড়তে পারে। করোনা মহামারীকে ঠেকাতে লকডাউন চালু হওয়ায় ব্যবসা বাণিজ্য কার্যত তলানিতে ঠেকেছে বিশ্বজুড়ে। বিশেষ করে অসংগঠিত ক্ষেত্র প্রবল ধাক্কা খেয়েছে। ফলে অনেকেই চাকরি খুইয়েছেন। বিপুল সংখ্যক মানুষের রোজগার কমে গিয়েছে। কোভিডের ধাক্কায় বিশ্বের উন্নয়নশীল দেশগুলির বহু কোটি মানুষ ফের দারিদ্রসীমার নিচে চলে গিয়েছেন। তার ফলে চলতি আর্থিক বছরে বিশ্বের জিডিপি তথা মোট অভ্যন্তরীণ উৎপাদন ৫.২ শতাংশ হারে সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Advertisement

বিশ্ব ব্যাংক জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে এই প্রথম এত ভয়াবহ মন্দার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে এহেন পরিস্থিতেও চিনের জিডিপি চলতি অর্থবর্ষে এক শতাংশ বাড়তে পারে। সংস্থাটির পূর্বাভাস, গত দেড়শো বছরের ইতিহাসে চতুর্থবার মহামন্দার গ্রাসে পড়তে চলেছে দুনিয়া। ১৯১৪, ১৯৩০-৩২, ১৯৪৫-৪৬ সালের পর চতুর্থবার বিশ্ব অর্থনীতি এত প্রবল সঙ্কট দেখা দিয়েছে। তবে কিছুটা আশা জাগিয়ে ওয়ার্ল্ড ব্যাংকের দাবি, উন্নয়নশীল দেশগুলি ক্ষত সারিয়ে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। ২০২১ সালে ফের বৃদ্ধির পথে হাঁটার আশা রয়েছে বিশ্ব অর্থনীতির।

[আরও পড়ুন: হটস্পট এলাকার ৩০ শতাংশ বাসিন্দাই করোনা সংক্রমিত! দাবি ICMR-এর সমীক্ষায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement