Advertisement
Advertisement
Mamata Banerjee

‘মমতাকে ক্ষমতা থেকে সরাতে কেন্দ্রের আচরণ দুঃখজনক’, মোদি সরকারকে তোপ শিব সেনার

শিব সেনার আশঙ্কা, এই দেশও সোভিয়েত ইউনিয়নের মতো ভেঙে যেতে পারে।

'The way Central government is being used to oust Mamata Banerjee is painful', says Shiv Sena | Sangbad Pratidin

ফাইল ফটো

Published by: Biswadip Dey
  • Posted:December 27, 2020 7:02 pm
  • Updated:December 27, 2020 7:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করছে কেন্দ্রের ক্ষমতাসীন দল, তা অত্যন্ত দুঃখজনক। এই ভাষাতেই মোদি সরকারকে আক্রমণ করে রাজ্যের তৃণমূল (TMC) সরকারের প্রতি সহমর্মিতা প্রকাশ করল শিব সেনা (Shiv Sena)। দলের মুখপত্র ‘সামনা’-তে গেরুয়া শিবিরকে (BJP) আক্রমণের পাশাপাশি বিরোধীদের দুর্বলতাকেও কটাক্ষ করতে ছাড়েনি উদ্ধব ঠাকরের দল। সেই সঙ্গে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, এভাবে চলতে থাকলে একদিন এই দেশও সোভিয়েত ইউনিয়নের মতোই ভেঙে যাবে।

সম্প্রতি মধ্যপ্রদেশের কংগ্রেস সরকারকে ফেলে দেওয়ার পিছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi)উল্লেখযোগ্য ভূমিকার কথা বলে বোমা ফাটিয়েছিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তাঁর এমন বক্তব্যের তুমুল নিন্দা করার পাশাপাশি এপ্রসঙ্গে শিব সেনার প্রশ্ন, কী করে দেশের প্রধানমন্ত্রী কোনও রাজ্যের সরকারের স্থিতাবস্থা নষ্ট করার চেষ্টা করতে পারেন? এই প্রসঙ্গেই উঠে আসে পশ্চিমবঙ্গের কথাও।

Advertisement

[আরও পড়ুন:‌ ‘হে বীর, তুমি এগিয়ে চলো’, কৃষক আন্দোলনে উৎসাহ দিতে কবিতা টুইট রাহুলের]

শিব সেনা ঠিক কী লিখেছে তাদের সম্পাদকীয়তে? সেখানে স্পষ্টতই এ রাজ্যের ক্ষেত্রেও বিজেপি শীর্ষ নেতাদের অতি সক্রিয়তা ও কেন্দ্রের ভূমিকার নিন্দা করা হয়েছে। শিব সেনার মতে, ‘‘গণতন্ত্রে রাজনৈতিক পরাজয় খুবই সাধারণ ব্যাপার। কিন্তু যেভাবে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর চেষ্টা করা হচ্ছে, তা দুঃখজনক।’’ পাশাপাশি রাজ্যে বড় আকারের সভা ও রোড শো করা নিয়েও কটাক্ষ করা হয়েছে। করোনা পরিস্থিতিতে ওই ধরনের সভার সারবত্তা নিয়ে প্রশ্ন তুলে লেখা হয়েছে, ‘‘শাসকই নিয়ম ভাঙছে। মানুষকে তার মূল্য চোকাতে হচ্ছে।’’

[আরও পড়ুন:‌ বছরের শেষ ‘মন কি বাতে’ও আত্মনির্ভরতায় জোর, যুব সম্প্রদায়ের প্রশংসা প্রধানমন্ত্রীর]

এভাবেই কেন্দ্রীয় সরকারের যোগ্যতা ও দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে শিব সেনা। ‘সামনা’-র সম্পাদকীয়তে বলা হয়েছে, ‘‘যদি কেন্দ্র বুঝতে না পারে যে তারা রাজনৈতিক ফায়দা তুলতে গিয়ে মানুষের ক্ষতি করে ফেলছে, তাহলে খুব বেশি দেরি নেই, আমাদের দেশের রাজ্যগুলিও সোভিয়েত ইউনিয়নের মতোই ভেঙে যাবে। ২০২০ সালের দিকে ‌ফিরে দেখলে সত্যিই কেন্দ্রীয় সরকারের যোগ্যতা ও দক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য।’’

এরই পাশাপাশি বিরোধীদের দুর্বলতাকেও আক্রমণ করে শিব সেনার বক্তব্য, ‘‘গণতন্ত্রের পতন শুরু হয়েছে। এবং এ জন্য বিজেপির মোদি-শাহ সরকার যত না দায়ী, তার চেয়ে বেশি দায়ী বিরোধী দলগুলি। বর্তমান পরিস্থিতিতে সরকারকে দায়ী করার আগে বিরোধীদের উচিত আত্মসমালোচনা করা।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement