Advertisement
Advertisement

Breaking News

Bank Strike

মার্চের শেষ সপ্তাহে ২ দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, চূড়ান্ত ভোগান্তির আশঙ্কা গ্রাহকদের

পর্যাপ্ত কর্মী নিয়োগ-সহ একগুচ্ছ দাবিতে ধর্মঘটের ডাক।

The Union Forum of Bank Union plans for a nationwide strike on March 24 and 25
Published by: Sayani Sen
  • Posted:March 15, 2025 9:47 am
  • Updated:March 15, 2025 9:47 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের সঙ্গে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্কস ইউনিয়নের বৈঠক নিষ্ফলা। তার ফলে আগামী ২৪ ও ২৫ মার্চ দেশজুড়ে ধর্মঘটের সিদ্ধান্তে অনড় ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলির সদস্যরা। চলতি মাসের ২২ তারিখ চতুর্থ শনিবার এবং ২৩ মার্চ রবিবার। তারপর ২৪ ও ২৫ মার্চ ধর্মঘটের ডাক। সবমিলিয়ে মোট চারদিন টানা বন্ধ থাকতে পারে ব্যাঙ্ক। পরিষেবা পেতে চূড়ান্ত ভোগান্তির শিকার হতে পারেন গ্রাহকরা।

কেন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক? কর্মী সংগঠনগুলির মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্কস ইউনিয়নের দাবি, ব্যাঙ্কে দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ। তার ফলে বহু শূন্যপদ তৈরি হয়েছে। অল্প সংখ্যক কর্মীর পক্ষে গ্রাহক পরিষেবা দেওয়া কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এছাড়া পাঁচদিনের সপ্তাহ চালুর ক্ষেত্রেও আইবিএ সঠিক ভূমিকা পালন করেনি বলেই অভিযোগ। তৃতীয়ত, উৎসাহ ভাতা চালুর কথা থাকলেও, তা এখনও হয়নি। এমনই একগুচ্ছ দাবিতে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন বা আইবিএ-র সঙ্গে কর্মী সংগঠনগুলির মঞ্চ বৈঠক করে। বৈঠক নিষ্ফলা হওয়ায় ধর্মঘটের সিদ্ধান্তে অনড় কর্মীরা।

Advertisement

ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্কস ইউনিয়নের তরফে জানানো হয়েছে, বৈঠকে কোনও রফাসূত্র বেরয়নি। তাই ধর্মঘটের সিদ্ধান্তে এককাট্টা কর্মীরা। এদিকে, আগামী ১৮ মার্চ কেন্দ্রীয় শ্রম কমিশনারের সঙ্গে আরেকটি বৈঠক রয়েছে। ওই বৈঠকে কী আলোচনা হয়, সেদিকেই তাকিয়ে প্রায় সকলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub