সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরএসএস-এর অনুষ্ঠানে প্রণব মুখোপাধ্যায় আসার পর থেকে অনেকেই দলে আসতে চাইছে। পশ্চিমবঙ্গে এই প্রবণতা সবচেয়ে বেশি। এমনটাই দাবি আরএসএস-এর সিনিয়র নেতা বিপ্লব রায়ের।
তিনি বলেছেন, ‘১ জুন থেকে ৬ জুন পর্যন্ত প্রতিদিন ওয়েবসাইটে ৩৭৮টি আবেদন জমা পড়ত। ৭ জুন নাগপুরে আরএসএস-এর সভায় উপস্থিত ছিলেন প্রণব মুখোপাধ্যায়। তারপর থেকেই এই প্রবণতা বেড়েছে। ৭ জুন আরএসএস-এ যোগ দেওয়ার জন্য ১,০৭৭টি আবেদন জমা পড়েছিল। আর তার পর থেকে প্রতিদিন প্রায় ১,২০০ থেকে ১,৩০০টি আবেদন জমা পড়ছে আরএসএস-এর দপ্তরে। প্রতিটি আবেদনের বিষয়বস্তু প্রায় এক। সব আবেদনে বলা হয়েছে, তারা আরএসএস-এ যোগ দিতে চায়।’
[ নিরাপত্তায় মোড়া অমরনাথ যাত্রা, তৈরি হচ্ছে সেনার মোটরসাইকেল স্কোয়াড ]
তাহলে কি প্রণব মুখোপাধ্যায়ের আরএসএস-এর অনুষ্ঠানে অংশ নেওয়ার পরই জনপ্রিয়তা বেড়ে গেল? সংঘের নেতাদের কথায়, এই কথা একেবারেই ঠিক নয়। এই ঘটনা সংঘের জনপ্রিয়তা বাড়ায়নি। তবে এর ফলে দলের গ্রহণযোগ্যতা বেড়েছে। তাঁর জন্যই জনগণের আগ্রহ বেড়েছে বলে জানিয়েছেন বিপ্লব রায়।
এরএসএস-এর দক্ষিণবঙ্গ শাখার প্রধান আরও জানান, অনেক রাজনৈতিক দলই সহনশীলতার বিষয়ে কথা বলে। কিন্তু তারা নিজেদের মুখোশ ছেড়ে বের হতে পারে না। অতীতে অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব সংঘের অনুষ্ঠানে এসেছেন। প্রণব মুখোপাধ্যায় নাগপুরের সভায় এসেছিলেন সমাবর্তন অনুষ্ঠানের অতিথি হয়ে। তিনি আরএসএস কর্মীদের প্যারেডে অংশ নেন। এর বেশি কিছু না।
[ অত্যাচার সহ্য নয়, স্বামীকে ‘তালাক’ দিয়ে নজির দুই মহিলার ]
উল্লেখ্য, গত ৭ জুন নাগপুরে আরএসএস-এর সমাবর্তনে প্রধান বক্তা ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি। তৃতীয় বর্ষের প্রশিক্ষণ পাঠ্যক্রম পাশ করা স্বয়ংসেবকদের সমাবর্তন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তিনি। প্রতিবছর এই অনুষ্ঠানে কোনও না কোনও বিশিষ্টজনকে অতিথি হিসেবে আনে আরএসএস। এ বছর প্রাক্তন রাষ্ট্রপতিকে আমন্ত্রণ করা হয়। তবে আরওএসএস-এর অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে রাজনৈতিক মহলে অনেক জল্পনা তৈরি হয়েছিল। গুঞ্জন উঠেছিল এবার হয়তো বিজেপিতে যোগ দিতে চলেছেন প্রাক্তন রাষ্ট্রপতি। বিতর্ক এড়াতে প্রথমে ইফতার পার্টিতে তাঁকে আমন্ত্রণ না জানালেও পরে আমন্ত্রণ জানান রাহুল গান্ধী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.