Advertisement
Advertisement

মোদির রাজ্যে দলিত যুবককে পিটিয়ে খুন, ভাইরাল নৃশংস ভিডিও

দেখুন ভিডিও৷

Dalit man beaten to death in Gujarat's Rajkot on suspicion of theft
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 21, 2018 3:31 pm
  • Updated:May 21, 2018 3:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন৷ এতটাও নৃশংস হতে পারে মানুষ! সামান্য চোর সন্দেহে যুবককে যে এভাবে পিটিয়ে খুন করা যেতে পারে, তার জলজ্যান্ত দৃষ্টান্ত তুলে ধরল নরেন্দ্র মোদির গুজরাট৷

[চলন্ত সুপারফাস্ট এক্সপ্রেসের কামরায় আগুন, তীব্র আতঙ্কে যাত্রীরা]

গুজরাটের রাজকোর্টের একটি কারখানায় চোর সন্দেহে এক দলিত যুবককে পিটিয়ে হত্যা করা হয়৷ সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, কারখানার গেটে এক যুবককে বেঁধে বেধড়ক মারধর করছে কয়েকজন ব্যক্তি৷ রীতিমতো পালা করে ওই যুবককে লোহার রড দিয়ে মারধর করা হয়৷ একের পর এক আঘাতের যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই যুবক৷ গোটা ঘটনাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে রাখে কারখানারই অন্য এক শ্রমিক৷ বেপরোয়া মারে যন্ত্রণায় কঁকিয়ে উঠলেও সাহায্যের জন্য ছুটে যাননি কোনও ব্যক্তিই৷ বরং, মোবাইলে নৃশংস ছবি তুলেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ৷

Advertisement

মুহূর্তেই গোটা ভিডিওটি ভাইরাল হতে শুরু করে৷ দলিত নিগ্রহের আগুনে ঘি ঢেলে ভিডিওটি পোস্ট করেন গুজরাট প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি অমিত ছাবরা ও দলিত আন্দোলনের অন্যতম মুখ তথা বিধায়ক জিগনেশ মেওয়ানি৷ দাবি করা হয়, ওই মৃত যুবকের নান মুকেশ ভানিয়া৷ তিনি দলিত সম্প্রদায়ের৷ এদিন ভিডিওটি পোস্ট করে ঘটনার তীব্র প্রতিবাদ করে গুজরাট সরকারের বিরুদ্ধে সরব হন জিগনেশ৷ মোদির রাজ্যে আইনের শাসন নিয়েও প্রশ্ন তোলেন তিনি৷ ভিডিওটি ছড়িয়ে পড়লেও এখনও পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি৷ মৃত দলিত যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

[সংঘর্ষবিরতির ‘আকুতি’ জানিয়ে হামলা পকিস্তানের, যোগ্য জবাব ভারতের]

তবে, এদিনের এই নৃশংস ঘটনার সংবাদমাধ্যমে প্রকাশিত হতেই বিতর্কের ঝড় ওঠে দেশের রাজনীতির ময়দানে৷ কর্ণাটক নির্বাচনে বিজেপির স্বপ্নভঙ্গ হওয়ার পর থেকে বেশ চাপে গেরুয়া শিবির৷ তার উপর আকাশছোঁয়া পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে ক্ষিপ্ত দেশের মানুষ৷ জোড়া চাপের মাঝেই দলিত যুবককে পিটিয়ে খুনের ঘটনায় বিতর্কের মুখে গুজরাটে বিজেপি সরকারের ভূমিকা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement