Advertisement
Advertisement
তবরেজ আনসারি

‘গণপিটুনি নয়, তবরেজের বাবা খুন হন’, সংবাদমাধ্যমের খবর ওড়ালেন নিহতের কাকা

দিনকয়েক আগে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়,তবরেজের বাবাও নাকি মারা গিয়েছিলেন গণপিটুনিতে৷

The reports stating that Tabrez's father killed in mob lynching is wrong
Published by: Sayani Sen
  • Posted:June 28, 2019 6:34 pm
  • Updated:June 28, 2019 6:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনকয়েক আগেই একটানা ১৮ ঘণ্টা ধরে বেধড়ক মারধরে মৃত্যু হয়েছিল ঝাড়খণ্ডের বাসিন্দা তবরেজ আনসারির৷ ওই যুবকের মৃত্যু নিয়ে তোলপাড় রাজনীতির ময়দান৷ এরই মাঝে তাঁর বাবার মৃত্যু নিয়েই শুরু হয়েছে জোর আলোচনা৷ অনেকেরই দাবি, গণপিটুনিতেই নাকি মারা গিয়েছিলেন তবরেজের বাবাও৷ যদিও সেই দাবিকে নস্যাৎ করে দিয়েছেন তবরেজের কাকা৷ দাদাকে নৃশংসভাবে খুন করা হয়েছিল বলেই জানিয়েছেন তিনি৷

[ আরও পড়ুন: মেলেনি অ্যাম্বুল্যান্স, বাইকে চেপে রক্তাক্ত অবস্থায় স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছলেন অন্তঃসত্ত্বা]

গত ১৮ জুন দু’জনের সঙ্গে জামশেদপুরে যাচ্ছিলেন তবরেজ৷ অভিযোগ, ঝাড়খণ্ডের খরসঁওয়া দিয়ে যাওয়ার সময় চোর সন্দেহে বেশ কয়েকজন তাঁকে ঘিরে ধরে৷ সুযোগ বুঝে দুই সঙ্গী পালিয়ে যায়৷ উন্মত্ত জনতার রোষের শিকার হন তবরেজ৷ স্থানীয়রা কেউ লাঠিসোঁটা নিয়ে তবরেজকে ঘিরে ধরে বেধড়ক মারধর করতে থাকে৷ আক্রমণকারীদের কাছে কাকুতিমিনতি করলেও কোনও লাভ হয়নি৷ একটানা প্রায় ১৮ ঘণ্টা ধরে এভাবেই তবরেজের উপর চলে অকথ্য অত্যাচার৷ মারধরের পাশাপাশি তবরেজকে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করা হয় বলেও অভিযোগ৷ পুলিশ হেফাজতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি ওই যুবককে৷

Advertisement

মারধরের ছবি-ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই শিরোনামে তবরেজ৷ তাঁর বাবার মৃত্যু নিয়ে চলছে জোর আলোচনা৷ বেশ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, গণপিটুনিতে মারা গিয়েছিলেন তবরেজের বাবা মারসুদ আলম৷ কিন্তু সেই দাবি খারিজ করে দিলেন তবরেজের কাকা মাকসুদ আলম৷ তিনি বলেন, ‘‘১৫ বছর আগে তবরেজের বাবা মারা গিয়েছেন৷ অনেকেই বলছেন গণপিটুনিতে তিনি মারা গিয়েছে৷ তবে তা সত্যি নয়৷ তবরেজের বাবা খুন হয়েছিলেন৷ এক বন্ধুই তাকে ব্যক্তিগত বিবাদের জেরে খুন করেছিল৷ মৃত্যুর সপ্তাহখানেক পর রাজনগর থানার কাছে আমরা তাঁর দেহ খুঁজে পাই৷ তবে থানায় অভিযোগ জানাইনি আমরা৷’’ একই দাবি তবরেজের বাবার এক বন্ধুরও৷ গণপিটুনি হোক কিংবা খুন, তবরেজ এবং তবরেজের বাবার নৃশংসভাবে মৃত্যুর জেরে শোকে ভাসছে পরিবার৷

[ আরও পড়ুন: নিখুঁত লক্ষ্যে আছড়ে পড়ল আণবিক অস্ত্র বহনে সক্ষম ‘পৃথ্বী’ মিসাইল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement