সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণী ব্লকবাস্টার সিনেমা ‘বাহুবলী’র দুই প্রযোজক শবু ইয়ারলাগাদদা ও প্রসাদ দেভীনেনির অফিস ও বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হল প্রায় ৬০ কোটি টাকার কাছাকাছি ৫০০ ও ১০০০ টাকার নোট৷
বুধবার প্রধানমন্ত্রী ৫০০ ও ১০০০ টাকার পুরনো নোট বাতিলের নির্দেশ দেওয়ার পর বৃহস্পতিবার মুম্বই, দিল্লি-সহ আরও চারটি শহরে হানা দেয় আয়কর দপ্তর৷ বিশেষ করে গয়নার দোকান ও কালো টাকার কারবারিদের দোকানে৷
কালোটাকার সন্ধানে পুলিশি হানার ফলে শুক্রবার ‘বাহুবলী’-খ্যাত এই দুই প্রযোজকের বাড়ি ও অফিস থেকে প্রায় ৬০ কোটি কালো টাকা উদ্ধার করেন আয়কর দপ্তর আধিকারিক৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.