Advertisement
Advertisement

ভরতুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বাড়ল

জুলাই মাস থেকে এই নিয়ে তিনবার ভরতুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল৷

The price of subsidised cooking gas (LPG) hiked by about Rs 2 per cylinder.
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 2, 2016 11:47 am
  • Updated:September 2, 2016 11:48 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রান্নার গ্যাসের ভরতুকিযুক্ত সিলিন্ডারের দাম বাড়ল৷ সিলিন্ডার প্রতি ২ টাকা করে দাম বাড়ানো হয়েছে৷ বৃহস্পতিবার থেকেই এই বর্ধিত দাম কার্যকর হয়েছে৷ তবে কমছে ভরতুকিহীন সিলিন্ডারের দাম৷ ভরতুকিহীন প্রতিটি সিলিন্ডারের দাম ২০.৫০ টাকা করে কমছে৷ একই সঙ্গে বিমানের জ্বালানির দাম ৩.৮ শতাংশ কমছে৷

জুলাই মাস থেকে এই নিয়ে তিনবার ভরতুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল৷ গ্যাসের উপর থেকে ধীরে ধীরে ভরতুকি কমিয়ে আনতে প্রতি মাসে ২ টাকা করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ সেই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখেই দাম বাড়ানো হল৷ এর আগে ১৬ আগস্ট ভরতুকিযুক্ত সিলিন্ডারের দাম ১.৯৩ টাকা বাড়ানো হয়েছিল৷ ডিজেলের মতোই গ্যাস ও কেরোসিনের উপর ভরতুকি তুলে দেওয়ার পথে হাঁটছে কেন্দ্র৷ অন্যদিকে কেরোসিনে প্রতিমাসে বাড়ছে ২৫ পয়সা করে৷ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে ১০ মাস এই দাম বাড়ানোর সুযোগ দিয়েছে সরকার৷ বৃহস্পতিবারও প্রতি লিটার কেরোসিনের দাম ২৫ পয়সা করে বাড়ছে৷ এই নিয়ে তিনবার দাম বাড়ল কেরোসিনের৷ একই সঙ্গে ভরতুকিহীন কেরোসিনের দাম বাড়ছে লিটারে ২.৬৬ টাকা৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement