Advertisement
Advertisement
জম্মু-কাশ্মীর

কাশ্মীরে জঙ্গি ডেরা থেকে মিলল পাক সেনার অস্ত্র, উদ্ধার এম-২৪ স্নাইপার রাইফেল

‘আজকের পাথরবাজরা, আগামিকালের জঙ্গি’, কাশ্মীরি মহিলাদের বার্তা সেনার৷

Pakistan Ordnance factory anti-personnel mine recovered
Published by: Tanujit Das
  • Posted:August 2, 2019 5:16 pm
  • Updated:August 2, 2019 5:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদ নিয়ে আবারও প্রকাশ্যে এল পাকিস্তানের দ্বিচারিতা৷ পাক সেনা ও গুপ্তচর সংস্থার মদতেই জম্মু-কাশ্মীরে যে জঙ্গিদের বাড়বাড়ন্ত, আবারও এই অভিযোগের সত্যতা প্রমাণ করল ভারত৷ শুক্রবার একাধিক জঙ্গি ডেরায় তল্লাশি চালিয়ে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করল সেনা৷ তল্লাশিতে মিলল এম-২৪ মার্কিন স্নাইপার রাইফেল৷ যা ব্যবহার করে পাক সেনা৷ এবং উদ্ধার হল ল্যান্ডমাইন, আইইডি৷ যেগুলিতে রয়েছে পাক অর্ডিন্যান্স ফ্যাক্টরির চিহ্নও৷

[ আরও পড়ুন: ভারতীয় সংবাদ জগতে বিরল সম্মান, ব়্যামন ম্যাগসাইসাই পুরস্কার পাচ্ছেন রবীশ কুমার ]

Advertisement

এরপরই লেফটেন্যান্ট জেনারেল কেজেএস ধিলোঁ অভিযোগ করেন, অমরনাথ যাত্রাপথের আশপাশে গজিয়ে ওঠা গোপন জঙ্গি ডেরাগুলি থেকে এই অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে৷ যাতে রয়েছে পাক অর্ডিন্যান্স ফ্যাক্টরির চিহ্ন৷ ফলে একথা প্রমাণিত যে, অস্ত্রগুলি পাকিস্তান থেকে আমদানি করা হয়েছে৷ এবং উপত্যকার শান্তি বিঘ্নিত করতে প্রত্যক্ষ মদত দিচ্ছে পাকিস্তান৷ এখানেই শেষ নয়, এদিন সেনার তরফে আবারও জম্মু-কাশ্মীরের মহিলাদের প্রতি বার্তা দেওয়া হয়৷ স্পষ্ট ভাষায় জানানো হয়, জম্মু-কাশ্মীরের একটা বড় অংশের মানুষ হাতে অস্ত্র তুলে নিয়েছে৷ নাহলে, তারা পাথরবাজ হয়ে উঠেছে৷ এই ধরনের কাজ থেকে যুবকদের প্রতিহত করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে কাশ্মীরের মহিলাদের৷ কেজেএস ধিলোঁ বলেন, ‘‘৫০০ টাকার জন্য আপনাদের ছেলেরা যদি সেনার দিকে পাথর ছোঁড়ে, তবে মাথায় রাখবেন যে, আপনার ওই পাথরবাজ ছেলে আগামিকাল সন্ত্রাসবাদী হয়ে উঠবে৷’’ হুঁশিয়ারির সুরে তিনি জানান, যেকোনও ভাবে কাশ্মীরকে শান্ত রাখবে সেনা৷

[ আরও পড়ুন: কাশ্মীরে মোতায়েন আরও ২৮ হাজার জওয়ান, ‘অন্য মতলব’ দেখছেন ওমর ]

প্রসঙ্গত, শুক্রবার ভোর-রাতে জম্মু-কাশ্মীরের পুলওয়ামা এবং সোপিয়ানে সেনা কনভয় লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা৷ শহিদ হন এক সেনা জওয়ান৷ পাঁচ জইশ জঙ্গিকে ঘিরে ফেলে সেনা৷ দু’পক্ষের গুলির লড়াই চলে৷ তার আগে অমরনাথ যাত্রায় জঙ্গি হামলার আশঙ্কায় এবং অনুপ্রবেশ রুখতে ইতিমধ্যে নিয়ন্ত্রণ রেখায় বাড়তি ২৮ হাজার সেনা মোতায়েন করেছে নয়াদিল্লি৷ যাঁদের বেশিরভাগই কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ সিআরপিএফ জওয়ান৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement