সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেই লকডাউনের আগে বন্ধ হয়েছিল সংসদ (Parliament)। করোনার জেরে তারপর আর অধিবেশনের কথা ভাবাও যায়নি। সরকারের যাবতীয় কাজকর্ম চলছে ভারচুয়ালি। সংসদীয় কমিটির বৈঠকগুলিও হয়েছে অনলাইনেই। কিন্তু এবার আর ভারচুয়াল নয়, অ্যাকচুয়াল সংসদ খুলতে চায় কেন্দ্র। করোনার আতঙ্কের মধ্যেই শুরু হতে চলেছে সংসদের দুই কক্ষের বাদল অধিবেশন (Monsoon Session)। এবং সেজন্য নেওয়া হচ্ছে একগুচ্ছ স্বাস্থ্য সচেতনতামূলক ব্যবস্থা। যা এককথায় বেনজির।
একনজরে দেখে নেওয়া যাক কী কী সতর্কতা অবলম্বন করা হবে।
উল্লেখ্য, মার্চের ২৩ তারিখ সংসদের বাজেট অধিবেশন শেষ হয়েছিল। তাই নিয়ম অনুযায়ী ২৩ সেপ্টেম্বরের আগেই বাদল অধিবেশন শুরু হওয়ার কথা। সেইমতোই প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র। যদিও এই পরিস্থিতিতে সশরীরে সংসদের অধিবেশনে তীব্র আপত্তি জানিয়েছে এরাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। তাঁরা ভারচুয়াল অধিবেশনের পক্ষে সওয়াল করেছেন। কিন্তু কেন্দ্র চাইছে এই নিয়মগুলি মেনে সংসদ কক্ষেই শুরু হোক অধিবেশন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.