সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবছরের মে মাসে ২ হাজার টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণা করেছিল কেন্দ্র। যা ফিরিয়ে এনেছিল ২০১৬ সালের নোটবন্দির স্মৃতি। সেবার তুলে নেওয়া হয়েছিল ৫০০ ও ১ হাজার টাকার নোট। ২ হাজার নোট সংক্রান্ত নয়া ঘোষণার পর থেকেই আশঙ্কা তৈরি হয়েছে তাহলে কি ফের ৫০০ টাকার নোট বাতিল (demonetisation) হতে পারে? উত্তর মিলল লোকসভায় (Lok Sabha)।
১৪ জন সাংসদের লিখিত প্রশ্নের উত্তর দেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, কালো টাকার প্রকোপ কমাতে বা অন্য কোনও কারণে সরকার নতুন করে নোটবন্দির কোনও পরিকল্পনা করছে কিনা। পঙ্কজ উত্তরে জানিয়েছেন, এই মুহূর্তে এমন কোনও পরিকল্পনা মোদি সরকারের নেই। সেই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন ২ হাজার টাকার নোট জমা দেওয়ার ডেডলাইন কোনওভাবেই বাড়ানো হবে না।
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে ২ হাজার টাকার নোট। সেই সঙ্গে লিখিত জবাবে তিনি এও জানিয়ে দেন, ১ হাজার টাকার নোট ফিরিয়ে আনার ব্যাপারেও এই মুহূর্তে কোনও পরিকল্পনা নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.