ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার রাজনীতির কেন্দ্রবিন্দু এখন যেন দিল্লিতে। সংসদের অধিবেশনে যোগ দিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ইতিমধ্যেই দিল্লি গিয়েছেন। আগামী দিন তিনেকের মধ্যে রাজধানীতে যাওয়ার কথা খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। সময় চেয়েছেন রাষ্ট্রপতির কাছেও। বেশ কয়েকজন বিরোধী নেতার সঙ্গেও দেখা হওয়ার কথা মমতার। মুখ্যমন্ত্রীর সেই বহু প্রতীক্ষিত সফরের আগেই দিল্লি চলে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সঙ্গে দেখা করেছেন শুভেন্দু।
The Leader of the Opposition in the West Bengal Assembly, Shri @SuvenduWB Ji met Union Home Minister Shri @AmitShah Ji. pic.twitter.com/o7HVYu3b0k
— Office of Amit Shah (@AmitShahOffice) July 23, 2021
রাজ্যের বিজেপি বিধায়কদের একটি প্রতিনিধি দলও শুভেন্দুর সঙ্গে দিল্লি গিয়েছে। বাংলার বিভিন্ন প্রকল্প নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে আলাদা করে দেখা করার কথা তাঁদের। সূত্রের খবর, রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের কাছেও ভোটপরবর্তী হিংসা নিয়ে নালিশ জানাতে পারেন বিজেপি বিধায়করা। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে এদিন শুভেন্দুও (Suvendu Adhikari) ভোট পরবর্তী হিংসা নিয়েই নালিশ জানিয়েছেন। বৈঠক শেষে সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, “বাংলায় এখনও ভোট পরবর্তী হিংসা চলছে। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। স্বরাষ্ট্রমন্ত্রীকে সবটা জানিয়েছি। বিষয়টি উনি দেখছেন। এ ছাড়াও বাংলার আরও কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে সেসব সংবাদমাধ্যমে বলতে পারব না।” শুভেন্দুর এই মন্তব্যও বেশ তাৎপর্যপূর্ণ।
Post-poll violence is still going on (in West Bengal). As a Leader of Opposition, I met Home Minister in this regard and he’s assessing the situation: Suvendu Adhikari, BJP pic.twitter.com/3QY3Jjn9li
— ANI (@ANI) July 23, 2021
বিধানসভা ভোট মেটার পর গত আড়াই-তিন মাসে এই নিয়ে বার তিনেক দিল্লি গেলেন শুভেন্দু। এর আগে তাঁর সাক্ষাৎ হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। এবার দেখা হল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। আসলে, বাংলার ভোট পরবর্তী হিংসাকে ইস্যু করে মমতার (Mamata Banerjee) উপর চাপ বাড়াতে চাইছেন বিরোধী দলনেতা। TMC নেত্রীর দিল্লি সফরের সময়ও যাতে, তাঁর উপর আলাদা একটা মানসিক চাপ বজায় রাখা যায়, সেটা নিশ্চিত করতেই সম্ভবত শুভেন্দুর এই দিল্লি যাত্রা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.