Advertisement
Advertisement
Farmer's Protest

নিজেদের দাবিতে অনড় দু’পক্ষই, অমিত শাহ-কৃষক বৈঠকেও কাটল না জট

৯ তারিখের কেন্দ্রীয় সরকার-কৃষকদের বৈঠক হচ্ছে না।

Bengali news: The Government is not ready to take back the farm laws | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:December 8, 2020 11:31 pm
  • Updated:December 9, 2020 1:07 pm  

সোমনাথ রায়, নয়াদিল্লি: অমিত শাহের সঙ্গেও বৈঠকে জট কাটল না। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষক সংগঠন। এদিকে সরকার সেই আইন প্রত্যাহার করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ফলে বুধবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকে বসছে না কৃষকরা। 

মঙ্গলবার দিনভর ভারত বন্‌ধের ভালই সাড়া মিলেছে। আন্দোলনকারী কৃষকদের পাশে দাঁড়িয়েছেন বিরোধীরা। এমনকী, বিদেশ থেকেও এসেছে পাশে থাকার বার্তা। এমন আবহে ফের ৯ তারিখ আলোচনার টেবিলে মুখোমুখি হওয়ার কথা সরকার ও কৃষক সংগঠনের প্রতিনিধিদের। তবে তার আগে পরিস্থিতি সামাল দিতে বৈঠক ডাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচার রিসার্চ ভবনে দীর্ঘক্ষণ দুপক্ষের মধ্যে বৈঠক হয়। রাত ১০টা নাগাদ সেই বৈঠকে যোগ দেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরও। একটানা ৪ ঘণ্টার বৈঠকেও কোনও সিদ্ধান্ত হল না।

Advertisement

[আরও পড়ুন : কৃষক বিক্ষোভেও ‘বহিরাগত’ উসকানি! শাহিনবাগের সঙ্গে তুলনা টেনে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় মন্ত্রীর]

বৈঠক শেষে সর্বভারতীয় কিষান সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা জানান, কেন্দ্রীয় সরকার আইন প্রত্যাহার করতে রাজি নয়। তিনি বলেন, “কাল কেন্দ্রীয় সরকার ও কৃষকদের মধ্যে কোনও বৈঠক হচ্ছে না। সরকার আগামিকাল একটি প্রস্তাব পাঠাবেন। সেই প্রস্তাব নিয়ে সিঙ্ঘু সীমানায় নিজেদের মধ্যে বৈঠক করবেন কৃষক সংগঠনের প্রতিনিধিরা।”

জানা গিয়েছে, বৈঠকে আইন সংশোধনীর প্রস্তাব দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি কৃষকদের জানিয়েছিলেন, সংশোধনী লিখিত আকারে কৃষকদের দেবে কেন্দ্রীয় সরকার। কিন্তু তাতে রাজি নয় চাষিরা। আইন প্রত্যাহার হলে তবেই এই আন্দোলন (Farmers Protest) উঠবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তাঁরা। এবার সরকার কী করে, তার দিকে তাকিয়ে গোটা দেশ। 

[আরও পড়ুন : টানা আন্দোলনে কৃষকরা, অন্নদাতাদের মুখে খাবার জোগাতে দিল্লির অনশনস্থলে বসল রুটি মেশিন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement