সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি আবহে, কড়া নিরাপত্তার মধ্যে শুরু হল চলতি বছরের অমরনাথ যাত্রা৷ বুধবার সকালেই উধমপুর থেকে যাত্রা শুরু করে দিয়েছে পূণ্যার্থীদের প্রথম দলটি৷ সেখানে তাঁদের স্বাগত জানান, জেলা প্রশাসন ও স্থানীয়রা৷ প্রতিটি পয়েন্টে পয়েন্টে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের জওয়ানরা৷ তবে প্রশাসনের চিন্তা বাড়িয়েছে, বুধবার হিজবুল জঙ্গিদের প্রকাশ করা হুমকি বার্তা৷ ফলে জম্মু-কাশ্মীরে চলমান জঙ্গি দমন অভিযানের মধ্যে অমরনাথ যাত্রাকে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করা সেনার কাছেও একটা বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে৷
[রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে তৃণমূল প্রার্থীকে সমর্থন করবে কংগ্রেস]
জম্মু সেক্টরের সিআরপিএফের ইনস্পেক্টর জেনারেল এভি চৌহান জানান, সেনার পক্ষ থেকে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে৷ প্রতিটি চেক পয়েন্টের নিরাপত্তা ব্যবস্থায় বারংবার নজরদারি চালান হচ্ছে৷ সাহায্য নেওয়া হচ্ছে সবচেয়ে উন্নত প্রযুক্তির৷ জানা গিয়েছে, প্রশাসনের পক্ষ থেকে এবার ব্যবহার করা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরআইএফডি) প্রযুক্তি৷ যার মাধ্যমে অমরনাথ যাত্রায় ব্যবহার করা প্রতিটি যানবাহনকে ট্র্যাক করা সম্ভবপর হবে৷ এছাড়া, প্রয়োজনে দ্রুত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে চালু করা হয়েছে বাইক অ্যাম্বুল্যান্স৷ সূত্রে খবর, পূর্ববর্তী ঘটনার থেকে শিক্ষা নিয়ে যেকোনও রকমের নাশকতার মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে সেনাকে৷ আইইডি নাশকতা আশঙ্কা থেকে রাখা হয়েছে তা প্রতিহত করার ব্যবস্থা৷
[যাত্রী অসন্তোষ ঠেকাতে মাসে দু’বার ধোয়া হবে রেলের অপরিচ্ছন্ন কম্বল]
গত বছরও অমরনাথ যাত্রীদের বাসের উপর হামলা করেছিল উপত্যকায় আত্মগোপন করে থাকা জঙ্গিরা৷ সেবার মৃত্যু হয়েছিল ন’জনের, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছিল ১৯ জনকে৷ তবে এবার, অমরনাথ যাত্রা শুরু আগে থেকেই জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী দমনে নেমেছে সেনা৷ আত্মগোপন করে থাকা জঙ্গিদের সাফ করে কাশ্মীরকে জঞ্জাল মুক্ত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে কেন্দ্র৷ নামান হয়েছে এনএসজি কমান্ডদের৷ ফলে, এবার অনেকটাই স্বস্তির নিশ্বাস ফেলছেন এবছর যাত্রার জন্য আবেদন করা প্রায় দু’লাখ পূণ্যার্থী৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.