Advertisement
Advertisement

Breaking News

চাকরি ছাড়ার ৩০ দিনের মধ্যেই তোলা যাবে পিএফ-এর ৭৫ শতাংশ টাকা

চাকরিজীবীদের জন্য সুখবর৷

The Employees’ Provident Fund Organisation decided to give its members 75 percent of their funds after one month of unemployment
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 27, 2018 2:43 pm
  • Updated:June 27, 2018 2:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উপভোক্তাদের জন্য নয়া সুযোগ আনল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)৷ বুধবার একটি বিবৃতিতে জানানো হয়েছে, চাকরি ছাড়ার একমাসের মধ্যে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা হওয়া ৭৫ শতাংশ টাকা তুলে নিতে পারবেন উপভোক্তারা৷ কেবল তাই নয়, চাকরি ছাড়ার দু’মাসের মধ্যে বাকি ২৫ শতাংশ টাকাও তুলতে পারবেন তাঁরা৷ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অ্যাক্ট ১৯৫২-কে সংশোধন করে জারি করা হয়েছে এই নয়া নির্দেশিকা৷

[যাত্রী অসন্তোষ ঠেকাতে মাসে দু’বার ধোয়া হবে রেলের অপরিচ্ছন্ন কম্বল]

Advertisement

এই বিষয়ে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী তথা ইপিএফও-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান সন্তোষ কুমার গাঙ্গোয়ার জানিয়েছেন, বুধবারের বৈঠকেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ উপভোক্তাদের আরও বেশি সুযোগ করে দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ কেবল প্রভিডেন্ট ফান্ডের বিষয়েই আলোচনা হয়নি বৈঠকে৷ পাশাপাশি, বিভিন্ন ব্যাংকের ফান্ড ম্যানেজারদের বিষয়েও আলোচনা হয়েছে৷

[শিখ যুবকের সাজে গ্রেপ্তারি এড়িয়েছিলেন মোদি, কখন জানেন?]

বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই সিকিউরিটি প্রিমিয়ার ডিলারশিপ, রিলায়েন্স ক্যাপিটাল, এইচএসবিসি এএমসি ও ইউটিআই এএমসি-র ফান্ড ম্যানেজারের মেয়াদ এক বছরের জন্য বাড়িয়ে ২০১৯-এর ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে৷ যেখানে বৈঠকে প্রস্তাব করা হয়েছিল ছ’মাসের জন্য মেয়াদ বৃদ্ধির৷ ২০১৫-র পয়লা এপ্রিল থেকে এই পাঁচ ফান্ড ম্যানেজার কাজ করছে৷ চলতি বছরের ৩০ জুন পর্যন্ত তাদের একবার মেয়াদ বৃদ্ধি হয়েছিল৷ কেন্দ্রীয় শ্রমমন্ত্রী আরও বলেন, ইপিএফও-র ট্রেড ফান্ড ইনভেস্টমেন্ট ২০১৯-এর শেষের দিকে এক লক্ষ কোটি টাকায় পৌঁছে যেতে পারে৷ কারণ চলতি বছরের মে-মাসের মধ্যেই তা প্রায় ৪৮ হাজার কোটি টাকা খুঁইয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement