Advertisement
Advertisement

রাহুলের অভিযোগ ভিত্তিহীন, আগেই জানিয়েছিল সুপ্রিম কোর্ট

প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে আনা অভিযোগের কোনও প্রমাণ নেই, নভেম্বরেই বলেছিল শীর্ষ আদালত।

The document of Rahul’s allegation were termed fictitious by Supreme Court
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 22, 2016 9:31 am
  • Updated:December 22, 2016 9:43 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাহুল গান্ধীর আনা অভিযোগের কোনও সত্যতা নেই। তা আগেই জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আইনজীবী প্রশান্ত ভূষণের আনা এক মামলার পরিপ্রেক্ষিতে নভেম্বর মাসেই এই রায় দিয়েছিল বিচারপতি জেএস খেহর ও অরুণ মিশ্রর বেঞ্চ।

বুধবার কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী দাবি করেন, সাহারা শিল্প গোষ্ঠীর কাছ থেকে ৯ বার টাকা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৩ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদী সাহারা গোষ্ঠী টাকা নেন বলে তিনি অভিযোগ করেন তিনি। শুধু সাহারা গোষ্ঠী নয়, আদিত্য বিড়লা গোষ্ঠীর থেকেও নাকি মোদি বিপুল অংকের টাকা নিয়েছেন বলে দাবি করেন রাহুল।  সেই সূত্র ধরেই এই তথ্য সামনে আসে।

Advertisement

জানা গিয়েছে, রাজনীতিবিদ ও কর্পোরেট হাউসগুলির মধ্যে বেআইনি অর্থ লেনদেনের বিরুদ্ধে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন প্রশান্ত ভূষণ। তাতে একাধিক রাজনীতিবিদের বিরুদ্ধে কর্পোরেট সংস্থাগুলির থেকে ঘুষ নেওয়ার অভিযোগ করেছিলেন তিনি। তালিকায় প্রধানমন্ত্রীর নামও ছিল। সেই মামলার শুনানি ছিল নভেম্বর মাসে। যার পরিপ্রেক্ষিতে মন্তব্য করতে গিয়ে বিচারপতি খেহর বলেন, যে নথিপত্রের উপর ভিত্তি করে ভূষণ অভিযোগ জানিয়েছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। এক দুর্নীতিগ্রস্ত সংস্থার নথির মূল্য শীর্ষ আদালতের কাছে শূন্য। যে কেউ কোনও কাগজে প্রধানমন্ত্রীর নাম লিখে দিতেই পারে। তাতে কিছু প্রমাণিত হয় না। পরে ডিসেম্বর মাসের ১৬ তারিখ ফের এই মামলার শুনানি শুরু হলে প্রশান্ত ভূষণ বিচারপতি কেহরের এই মামলার বিচারের বৈধতা নিয়েই প্রশ্ন তোলেন। যার জেরে জানুয়ারি মাসের ১১ তারিখ পর্যন্ত মামলার শুনানি স্থগিত রাখা হয়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement