Advertisement
Advertisement

ফ্লিপকার্ট-আমাজনের ক্ষতির অঙ্কে মঙ্গলাভিযান হত আরও ২৪ বার

গত এক বছরে ই-কমার্স সাইটের ব্যবসা বেড়েছে প্রায় তিনগুণ৷

The aggregate loss of Flipkart, Amazon & Snapdeal could have propelled ISRO 24 times to Mars
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 20, 2017 1:35 pm
  • Updated:January 20, 2017 1:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবছরের তুলনায় এবছর প্রায় দ্বিগুণ ক্ষতির মুখ দেখল জনপ্রিয় ই-কমার্স সাইট ফ্লিপকার্ট, আমাজন ও স্ন্যাপডিল৷ শীর্ষ স্থান ধরে রাখতে এই তিন ই-কমার্স সাইটেই কম দামে দেদার বিকিয়েছে ভোগপণ্য৷ আর তার জেরেই বিপুল ক্ষতির মুখ দেখতে হয়েছে এই তিন সংস্থাকে৷ তিনটি সংস্থার মোট ক্ষতির পরিমাণ ১১,৭৫৪ কোটি টাকা৷ এই টাকায় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ২৪ বার মঙ্গলাভিযান করতে পারত৷

(এবার আরও সহজে ও দ্রুত ঋণ মিলবে ব্যাঙ্ক থেকে)

বিশেষজ্ঞরা বলছেন, দেশের তিনটি ই-কমার্স সাইটের মধ্যে তীব্র বাণিজ্যিক দ্বন্দ্বের ফলাফল এই বিপুল ক্ষতি৷ তাঁরা আরও বলছেন, ই-কমার্স সাইটের মধ্যে তীব্র দ্বন্দ্বের ফলে দুই শ্রেণির লাভ হচ্ছে৷ এক, যারা ডেলিভারি দিচ্ছে সেই সংস্থাগুলির৷ দ্বিতীয়ত, ফেসবুক, গুগলের মতো ডিজিটাল মার্কেটিং সংস্থাগুলির৷ ২০১৫-১৬’তে স্ন্যাপডিলের ক্ষতি হয়েছে ২,৯৬০ কোটি টাকা, ফ্লিপকার্টের ক্ষতি হয়েছে ৫,২২৩ কোটি টাকা ও আমাজনের ৩,৫৭১ কোটি টাকা-সবমিলিয়ে ১১,৭৫৪ কোটি টাকা৷ গতবছর, তিনটি সংস্থার মোট ক্ষতির পরিমাণ ছিল ৬,০৩১ কোটি টাকা৷ আমাজনের ক্ষতি হয় ১,৭২৪ কোটি টাকা, ২,৯৭৯ কোটি টাকা ক্ষতি হয় ফ্লিপকার্টের ও স্ন্যাপডিলের ক্ষতির পরিমাণ ছিল ১,৩২৮ কোটি টাকা৷ তবে বিশেষজ্ঞরা বলছেন, গত এক বছরে ই-কমার্স সাইটের ব্যবসা বেড়েছে প্রায় তিনগুণ৷

Advertisement

(২৭ কোটি জন ধন অ্যাকাউন্টে ২ লক্ষ টাকা মোদির)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement