সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূলের পিছু পিছু দিল্লি রওনা দিয়েছেন ‘বঞ্চিত’ চাকরিপ্রার্থীরা। ইতিমধ্যে দিল্লি পুলিশের অনুমতি আদায় করে নিয়োগের দাবিতে যন্তরমন্তরে ধরনা দিয়েছেন তাঁরা। এবার চাকরিপ্রার্থীদের গন্তব্য় রাজঘাট। যেখানে ইতিমধ্যে রাজ্যকে আর্থিক বঞ্চনার প্রতিবাদে ‘সত্যাগ্রহ’ করছে তৃণমূল। এবার সেখানেই পালটা রাজ্যের বিরুদ্ধে দুর্নীতি, বঞ্চনা অভিযোগ তুলে কর্মসূচি পালন করবে ২০০৯ সালের দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিকের চাকরিপ্রার্থীরা।
১০০ দিনের কাজ থেকে কেন্দ্রীয় আবাস যোজনা, পদে-পদে রাজ্যকে ‘বঞ্চনা’ করেছে কেন্দ্রীয় সরকার। এমনই অভিযোগ তুলে দিল্লির বুকে ‘সত্যাগ্রহ’ করছে তৃণমূল। রাজঘাটে চলছে তাদের আন্দোলন। এবার সেখানেই চাকরির দাবিতে আন্দোলন করতে যাচ্ছেন দক্ষিণ ২৪ পরগনার বঞ্চিত চাকরিপ্রার্থীরা। আন্দোলনকারী দেবাশিস বিশ্বাসের অভিযোগ, আমাদের ডিপিএসসি ডায়মন্ড হারবারে। সেখানকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে দেখা করতে গেলেই পুলিশ দিয়ে গ্রেপ্তার করান। লালবাজারের ভাত খাওয়ান। তাই এখানে এলাম।”
তাঁর আরও সংযোজন, উনি (অভিষেক বন্দ্যোপাধ্যায়) তো আমাদের পথে দেখিয়েছেন। দিল্লিতে আন্দোলন করলে টাকা পাওয়া যায়। তাই আমরাও দিল্লিতে এসেছি, আন্দোলন করছি যাতে নিয়োগ পাই।” আন্দোলনকারীদের আক্ষেপ, “১৩ বছর কেটে গিয়েছে, তবু নিয়োগ মেলেনি। বাম আমল থেকে দুর্নীতি হয়েছে। আর আমরা সহ্য করতে পারছি না।”
উল্লেথ্য, দিল্লিতে আন্দোলন করতে চেয়ে প্রথমে পুলিশের অনুমতি পায়নি তৃণমূল। এমনকী, তাদের আন্দোলন ঘিরে পুলিশের অতি সক্রিয়তাও চোখে পড়ার মতো। কিন্তু বঞ্চিত চাকরিপ্রার্থীরা সহজেই কর্মসূচির অনুমতি পেলেন। যার নেপথ্যে রাজনীতি দেখছেন রাজনৈতিক মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.