Advertisement
Advertisement

Breaking News

Amarnath Yatra

অমরনাথ যাত্রায় হামলা চালানোর ছক কষছে জঙ্গিরা, সতর্কবার্তা ভারতীয় সেনার

আগামী ২১ তারিখ থেকে শুরু হতে চলেছে এই পবিত্র যাত্রা।

Terrorists trying to target Amarnath Yatra

ফাইল ফটো

Published by: Soumya Mukherjee
  • Posted:July 17, 2020 9:44 pm
  • Updated:July 17, 2020 9:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পবিত্র অমরনাথ যাত্রা (Amarnath Yatra) শুরু হতে আর বাকি রয়েছে চারদিন। আগামী সোমবার, ২১ তারিখ থেকে শুরু হতে চলা ওই যাত্রায় অংশ নেওয়া পুণ্যার্থীদের উপর জঙ্গিরা হামলা চালানোর ছক কষছে। শুক্রবার একথাই জানানো হল ভারতীয় সেনার তরফে। তবে তাদের সেনা জওয়ানরা সব ধরনের হামলার মোকাবিলা করার জন্য সর্বদা প্রস্তুত রয়েছেন বলেও আশ্বস্ত করা হয়েছে। কোনও অবস্থাতেই ভারতীয় সেনা এই যাত্রায় কাউকে বাধা সৃষ্টি করতে দেবে না বলেও জানানো হয়েছে।

শুক্রবার এপ্রসঙ্গে ৯ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডার ব্রিগেডিয়ার ভিএস ঠাকুর (VS Thakur) বলেন, ‘আমাদের কাছে খবর এসেছে জঙ্গিরা অমরনাথ যাত্রীদের উপর হামলা চালানোর ছক কষছে। রাস্তা ভাল হওয়ার কারণে শ্রীনগরের কাছে অবস্থিত ৪৪ নম্বর জাতীয় সড়ক (National Highway 44) দিয়েই তীর্থযাত্রীরা যাতায়াত করেন। তাই স্পর্শকাতর ওই রাস্তাকেই জঙ্গিরা হামলার চালানোর জন্য বেছে নিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তারপর থেকেই আরও সতর্ক হয়ে পড়েছেন আমাদের জওয়ানরা। কোনও অবস্থাতেই জঙ্গিদের উদ্দেশ্য সফল হতে দেব না। যেকোনও মূল্যে তাদের রুখে দিয়ে অমরনাথ যাত্রীদের নিরাপত্তা দেব।’

[আরও পড়ুন: বাংলার পরিযায়ী শ্রমিকদের রেলে কর্মসংস্থান? রেলমন্ত্রীর টুইট করা ভিডিও ঘিরে ধন্দ]

এরপরই শুক্রবার সকালে হওয়া কুলগাম জেলার এনকাউন্টারের কথা উল্লেখ করেন তিনি। বলেন, ‘আজ সকালে কুলগামে তিন জন জইশ-ই-মহম্মদ জঙ্গিকে খতম করা হয়েছে। তার মধ্যে ওয়ালিদ নামে একজন কুখ্যাত জঙ্গি ছিল। আইইডি বিশেষজ্ঞ ওই জঙ্গির উপরই অমরনাথ যাত্রায় হামলা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল বলে আমরা জানতে পেরেছি। গত দেড় বছর ধরে কাশ্মীরে বিভিন্ন নাশকতায় মদত দেওয়ার পাশাপাশি বড় সন্ত্রাসবাদী হামলার জন্য প্রস্তুতি নিচ্ছিল সে। চারবার পুলিশের হাত থেকে পালাতে সক্ষম হলেও এবার আর কোনও ভুল হয়নি। এখন তার বাকি সঙ্গীদের গ্রেপ্তার করে হামলার পরিকল্পনার বিষয়ে জানার চেষ্টা চলছে।’

[আরও পড়ুন: ‘স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতেই দেশে করোনায় মৃত্যুহার কম’, রাষ্ট্রসংঘে বার্তা মোদির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement