ঘটনাস্থল পরিদর্শনে রাজনাথ সিং ও মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি৷
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের জঙ্গি হানা জম্মু-কাশ্মীরে৷ টহলরত নিরাপত্তারক্ষীদের উপরে হামলা চালায় জঙ্গিরা৷ শুক্রবার সকালে কুপওয়ারার হারিল এলাকায় হামলার ঘটনাটি ঘটে৷ এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর আসেনি৷ সমগ্র এলাকায় সার্চ অপারেশন চালাচ্ছে সেনা৷ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর সফরের মধ্যেই হামলা চলে৷ ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি৷
[নেতাজি সংক্রান্ত তথ্য নষ্টে হাত ছিল প্রণবের, বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতার]
Jammu & Kashmir: Union Home Minister Rajnath Singh, J&K CM Mehbooba Mufti and MoS PMO Jitendra Singh arrive in Kupwara pic.twitter.com/TcsI9pUjwz
— ANI (@ANI) June 8, 2018
বৃহস্পতিবারও একই কায়দায় উপত্যকার কুপওয়ারার কেরন সেক্টরে জঙ্গি হানা চালায় জঙ্গিরা৷ আহত হন দুই জওয়ান৷ পবিত্র রমজান মাসে কাশ্মীরে অভিযান বন্ধ রাখার ঘোষণা করেছিল কেন্দ্র৷ মুখে মিমাংসার কথা বললেও চরিত্র বজায় রেখে সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘণ করে গিয়েছে পাক সেনা৷ ওপাড় থেকে ছুটে আসা গুলিতে সেনার সঙ্গে পাল্লা দিয়ে ক্ষতিগ্রস্থ হয়েছেন সীমান্তবর্তী গ্রামগুলির ভারতীয় নাগরিকরা৷ এর যোগ্য জবাব দেওয়া শুরু করে জওয়ানরা। তাঁদের তীব্র প্রতিরোধের সামনে কার্যত দিশেহারা হয়ে পড়ে পাক সেনা। শেষমেশ পরাজয় নিশ্চিত জেনে বিএসএফের জম্মু ইউনিটের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করে সংঘর্ষ রুখতে অনুরোধ জানায় তারা।
[প্রণবের বক্তৃতার পরই ইউ টার্ন, প্রশংসায় পঞ্চমুখ কংগ্রেসিরা]
Jammu & Kashmir: Terrorists attacked Army patrolling party in Haril area of Kupwara district. Area cordoned off, search operation underway (Visuals deferred by unspecified time) pic.twitter.com/7DfMHBMFOB
— ANI (@ANI) June 8, 2018
জম্মু-কাশ্মীরের পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে দু’দিনের সফরে গতকালই সেখানে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ প্রথমদিনের সফরে, সেখানে গিয়ে সেনা ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি৷ সফরের দ্বিতীয়দিনে আন্তর্জাতিক সীমান্তে পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। তাঁর কাশ্মীর সফরে বিচ্ছিন্নতাবাদী ইস্যু নিয়েও আলোচনায় বসার কথা রয়েছে৷ তবে কয়েকদিন আগেই কেন্দ্র্রে বিরুদ্ধে গলা চড়িয়েছিল বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি৷ তারা জানান, সরকারের সঙ্গে তখনই আলোচনা হবে যেদিন তারা কাশ্মীরকে বিতর্কিত এলাকা হিসেবে মেনে নেবে। ফলে স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফলে বিশেষ নজর রয়েছে সব মহলের৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.