Advertisement
Advertisement

উপত্যকায় এনকাউন্টারে খতম ৬ জঙ্গি, শহিদ জওয়ান

নিরাপত্তার স্বার্থে এলাকায় বন্ধ ইন্টারনেট পরিষেবা৷

Terrorists shot dead in encounter
Published by: Sayani Sen
  • Posted:November 25, 2018 9:12 am
  • Updated:November 25, 2018 11:49 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের উত্তপ্ত উপত্যকা৷ সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে থমথমে জম্মু-কাশ্মীরের সোপিয়ান৷ রবিবার সকালে ওই এলাকায় এনকাউন্টারে মোট ৬ জঙ্গি নিকেশ হয়েছে৷ শহিদ এক সেনা জওয়ান৷ 

সোপিয়ানের কাপরানের বাতাগুন্ড এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে, গোপনসূত্রে খবর পায় সেনা জওয়ানরা৷ সেই অনুযায়ী ওই এলাকায় শুরু হয় তল্লাশি অভিযান৷ তল্লাশি চলার সময় জঙ্গিরা সেনাদের লক্ষ্য করে গুলি চালায়৷ পালটা জবাব দেয় ভারতীয় সেনা৷ শুরু হয় ব্যাপক গুলিবর্ষণ৷ প্রায় রাতভর চলে দুপক্ষের গুলির লড়াই৷

Advertisement

[কাশ্মীরে বড় সাফল্য সেনার, জওয়ানদের গুলিতে খতম ৬ জঙ্গি]

রবিবার ভোরে একে একে চার জঙ্গির দেহের খোঁজে মেলে৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও দুই জঙ্গিকে নিকেশ করে সেনা৷ এদিনের এনকাউন্টারে একজন সেনা জওয়ান শহিদ হন৷ 

[কাশ্মীরে ফের নৃশংসতা, পুলিশ আধিকারিককে অপহরণ করে খুন জঙ্গিদের]

নিকেশ হওয়া ওই জঙ্গিদের মধ্যে একজনের পরিচয় জানা গিয়েছে৷ নিকেশ হওয়া ওই জঙ্গি আজাদ আহমেদ মালিক৷ সেনা সূত্রে খবর, সাংবাদিক সুজাত বুখারি খুনে যোগ রয়েছে ওই জঙ্গির৷ এই অপারেশনে খতম করা হয়েছে আরও পাঁচ সন্ত্রাসবাদীকে৷ তাদের পরিচয় এখনও জানা যায়নি৷ তারা কোন জঙ্গি সংগঠনের সদস্য, তা এখনও অজানা৷ খতম ওই ছয় জঙ্গির কাছ থেকে প্রচুর পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷ নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে৷

এই ঘটনার ঠিক দু’দিন আগে শুক্রবার অনন্তনাগেও জঙ্গিদমন অভিযান করে ভারতীয় সেনা৷ বিজবেহরার জঙ্গলে চলে সেনা-জঙ্গি গুলির লড়াই৷ ওই অপারেশনে বড়সড় সাফল্য পায় ভারতীয় সেনা৷ একে একে খতম হয় ছজন জঙ্গি৷ তাদের কাছ থেকেও প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷ তার আগে সোপিয়ানেও তল্লাশি চালিয়ে চার জঙ্গিকে খতম করে সেনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement