Advertisement
Advertisement
জম্মু-কাশ্মীর

উপত্যকায় মসজিদের সামনে জঙ্গি হামলা, নিহত পিডিপি নেতার নিরাপত্তারক্ষী

পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্রটি ছিনতাই করেছে আততায়ীরা৷

Terrorists shot dead a Jammu and Kashmir police official
Published by: Sayani Sen
  • Posted:July 19, 2019 4:19 pm
  • Updated:July 19, 2019 4:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অশান্ত উপত্যকা৷ দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি নিশানায় এক পুলিশকর্মী৷ তিনি আবার পিডিপি নেতার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী৷ জানা গিয়েছে, মসজিদের সামনে দাঁড়িয়ে থাকাকালীন ওই নিরাপত্তারক্ষীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় জঙ্গিরা৷ তাতেই মুহূর্তের মধ্যে রাস্তায় লুটিয়ে পড়েন ওই পুলিশকর্মী৷ তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্রটি ছিনতাই করে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় আততায়ীরা৷ কোনও জঙ্গি সংগঠন এখনও এই ঘটনার দায় স্বীকার করেনি৷

[ আরও পড়ুন: স্কুলের মধ্যেই সদস্যতা অভিযান! পড়ুয়াদের গলায় দলীয় উত্তরীয় পরালেন বিজেপি বিধায়ক]

প্রতিদিনই নমাজ পড়তে মসজিদে যান পিডিপি নেতা মুফতি সাজ্জাদ হোসেন, যিনি সম্পর্কে প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির নিকটাত্মীয়৷ শুক্রবারও তার অন্যথা হয়নি৷ এদিনও তিনি দক্ষিণ কাশ্মীরের একটি মসজিদে নমাজ পড়তে গিয়েছিলেন৷ বাইরে অপেক্ষা করছিলেন সাজ্জাদ হোসেন নিরাপত্তারক্ষী ফারুখ আহমেদ ঋষি নামে এক পুলিশকর্মী৷ আচমকাই বেশ কয়েকজন ঘটনাস্থলে পৌঁছয়৷ মসজিদের বাইরে থাকা পিডিপি নেতার নিরাপত্তারক্ষীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয়৷ ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি৷ সুযোগ বুঝে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় আততায়ীরা৷ ঘটনাস্থল ছাড়ার ঠিক আগে ওই পুলিশকর্মীর কাছে থাকা আগ্নেয়াস্ত্রটিও নিয়ে যায় জঙ্গিরা৷

Advertisement

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকা ওই পুলিশকর্মীকে ঘিরে ধরেন৷ তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তবে ততক্ষণে মারা গিয়েছেন ফারুখ৷ দেহ ময়নাতদন্তের পরই পরিজনদের হাতে তুলে দেওয়া হবে৷

[ আরও পড়ুন: বাবরি ধ্বংস মামলায় ৯ মাসের মধ্যেই ভাগ্য নির্ধারণ আডবানী-উমার]

কে বা কারা ওই পিডিপি নেতার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীকে খুন করল, সে বিষয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য পুলিশের হাতে এসে পৌঁছয়নি৷ কোনও জঙ্গি সংগঠন এখনও ঘটনার দায়স্বীকার করেনি৷ তবে টার্গেট যে পিডিপি, তা বুঝতে বাকি নেই কারও৷ এর আগেও একাধিকবার বাড়িতে ছুটি কাটাতে আসা পুলিশকর্মীদের অপহরণ করে খুনের ঘটনা ঘটেছে জম্মু-কাশ্মীরে৷ আবারও জঙ্গিদের টার্গেটে উর্দিধারীরা৷ একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় প্রশাসনিক আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement