Advertisement
Advertisement

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই মুক্তি পুলিশকর্মীর আত্মীয়দের

থমথমে উপত্যকা৷

Terrorists release abducted kin of Jammu and Kashmir policemen
Published by: Sayani Sen
  • Posted:September 1, 2018 11:46 am
  • Updated:September 1, 2018 11:46 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশকর্মীর আত্মীয়দের অপহরণ৷ পালটা জঙ্গিদের পরিজনদের মুক্তি৷ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অপহরণ ও মুক্তির টানটান নাটকীয়তার পর রাতেই পুলিশকর্মীদের আত্মীয়দের মুক্তি দিল জঙ্গিরা৷ তার আগে জঙ্গিরা অপহৃত পুলিশকর্মীদের আত্মীয়দের নিয়ে তৈরি করা  একটি ভিডিও বার্তাও প্রকাশ করে৷

[ফের সন্ত্রাস ভূস্বর্গে, ৫ পুলিশকর্মীর পরিবারের সদস্যদের অপহরণ করল জঙ্গিরা]

ঘটনার সূত্রপাত হয় গত বুধবার৷ ওইদিন সোপিয়ানে জঙ্গি লুকিয়ে থাকার খবর পায় সেনা৷ জঙ্গিদমনে শুরু হয় তল্লাশি অভিযান৷ জঙ্গিদমন অভিযানে সেনা সোপিয়ানে পৌঁছালে, শুরু হয় আক্রমণ৷ সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা৷ পালটা জবাব দেয় ভারতীয় সেনা৷ কিন্তু প্রবল গোলাগুলি বর্ষণে চার পুলিশকর্মী শহিদ হন৷ নিহতদের কাছ থেকে বেশ কয়েকটি একে-৪৭ রাইফেলও লুট করে নেয় জঙ্গিরা৷ এরপরই জঙ্গিদের বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়৷ আগুনও লাগিয়ে দেওয়া হয় তাদের বাড়িতে৷ জঙ্গিদের পরিবারের বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায় পুলিশ৷ তাকেই জঙ্গিদের আক্রোশ তৈরি হয়৷ তার জেরেই পালটা পুলিশকর্মীর আত্মীয়দের অপহরণের ছক কষে জঙ্গিরা৷ সেই মতো বৃহস্পতিবার রাতে দক্ষিণ কাশ্মীরের বেশ কয়েকজন পুলিশকর্মীর বাড়িতে হানা দেয় জঙ্গিরা৷ সোপিয়ান, কুলগাম, অনন্তনাগ ও অবন্তীপুরায় পোস্টেড পাঁচ পুলিশকর্মীর এগারোজন আত্মীয়কে অপহরণ করে নিয়ে যায়৷ অপহৃতদের মধ্যে ছিলেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের আত্মীয়রাও৷ এরপরই বিকেলের দিকে জঙ্গিদের পরিজনদের মুক্তি দেয় পুলিশ৷ পুলিশকর্মীদের আত্মীয়দের তখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি৷ অনেকেরই দাবি, পুলিশকর্মীদের এগারো জন আত্মীয়কে মুক্তির বার্তা দিতেই জঙ্গির পরিজনদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় জম্মু-কাশ্মীর পুলিশ৷ তবে পুলিশের তরফে সেরকম কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি৷ তার কয়েকঘণ্টার মধ্যেই শুক্রবার রাতে পুলিশকর্মীর আত্মীয়দেরও মুক্তি দেয় জঙ্গিরা৷

Advertisement

[অপহরণের পালটা মুক্তি, জঙ্গির পরিজনদের ছেড়ে দিল জম্মু-কাশ্মীর পুলিশ]

এর আগে, সোপিয়ানে এক জওয়ানকে অপহরণ করে জঙ্গিরা৷ ওই জওয়ানের মা একটি ভিডিও বার্তা প্রকাশ করেন৷ নিজের ছেলেকে সুস্থভাবে ছেড়ে দেওয়ার আবেদন জানান তিনি৷ ওই ভিডিও বার্তা প্রকাশের কয়েকঘণ্টার মধ্যেই ছেড়ে দেওয়া হয় অপহৃত সেনাকে৷       

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement