Advertisement
Advertisement

অপহরণের পালটা মুক্তি, জঙ্গির পরিজনদের ছেড়ে দিল জম্মু-কাশ্মীর পুলিশ

এখনও খোঁজ মেলেনি পুলিশকর্মীর আত্মীয়দের৷

Terrorists' Relatives Freed After Kashmir Police Family Kidnapped
Published by: Sayani Sen
  • Posted:August 31, 2018 6:13 pm
  • Updated:August 31, 2018 6:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরের পাঁচ পুলিশকর্মীর আত্মীয়দের অপহরণের পর কেটে গিয়েছে বেশ কয়েকঘণ্টা৷ এখনও খোঁজ মেলেনি অপহৃতদের৷ তার মধ্যেই জঙ্গিদের পরিবারের ১২ জন সদস্যকে মুক্তি দিল পুলিশ৷

[ফের সন্ত্রাস ভূস্বর্গে, ৫ পুলিশকর্মীর পরিবারের সদস্যদের অপহরণ করল জঙ্গিরা]

গত বুধবার সোপিয়ানে জঙ্গি লুকিয়ে থাকার খবর পায় সেনা৷ সেই খবরের ভিত্তিতে শুরু হয় তল্লাশি অভিযান৷ জঙ্গিদমন কর্মসূচি চলাকালীন সেনাদের উপর হামলা চালানো হয়৷ শুরু হয় গুলিবর্ষণ৷ পালটা জবাব দেয় ভারতীয় সেনা৷ তাতেই চার পুলিশকর্মী শহিদ হন৷ ইন্ডিয়ান মুজাহিদিন ও হিজবুল জঙ্গিরা এই হামলার দায় স্বীকার করে৷ সেনার দাবি, ওই ঘটনায় জড়িত ছিল আশাদুল্লা নাইকু৷ সে দীর্ঘদিন ধরেই হিজবুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত৷ এরপরই আশাদুল্লা নাইকু ও তার বাবার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়৷ এমনকী, জঙ্গিদের পরিবারের বারোজনের বেশি আত্মীয়কে পাকড়াও করা হয়৷ পুলিশকর্মীদের আত্মীয়দের অপহরণের পরই পুলিশ বারোজনকে মুক্তি দেয়৷ আশাদুল্লা নাইকুকেও মুক্তি দেয় সেনা৷

Advertisement

[রাহুলের আমেঠিতে ‘ডিজিটাল ইন্ডিয়া’র ছোঁয়া, স্মৃতির প্রশংসায় পঞ্চমুখ গ্রামবাসীরা]

অনন্তনাগ, কুলগাম, সোপিয়ান ও পুলওয়ামার বাসিন্দা পুলিশকর্মীদের বাড়িতে তল্লাশি চালায় জঙ্গিরা৷ পাঁচ পুলিশকর্মীর অন্তত এগারো জন আত্মীয়কে অপহরণ করে নিয়ে যায় তারা৷ যে সব পুলিশকর্মীদের পরিবারের সদস্যদের অপহরণ করা হয়েছে, তাঁরা জম্মু-কাশ্মীর পুলিশে কর্মরত। সোপিয়ান, অনন্তনাগ, কুলগাঁও ও অবন্তীপুরায় পোস্টেড। অপহৃতদের মধ্যে রয়েছেন ডেপুটি পুলিশ সুপারের ভাইও। এখনও কারও কোনও খোঁজ পাওয়া যায়নি৷ পুলিশকর্মীদের আত্মীয়দের মুক্তির বার্তা দিতেই ভারতীয় সেনা জঙ্গির আত্মীয়দের ছেড়ে দিয়েছে বলেই মনে করা হচ্ছে৷ তবে সেনার তরফে জঙ্গিদের মুক্তির বিষয়ে এখনও কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি৷

[নাগাল্যান্ডে ভয়াবহ বন্যায় মৃত ১২, বিপর্যয় মোকাবিলা দল পাঠাল কেন্দ্র]

তবে শুধু বৃহস্পতিবার রাতের ঘটনাই নয়, এর আগেও পুলিশকর্মী বা তাঁদের আত্মীয়দের অপহরণ করেছে জঙ্গিরা৷ এর আগে পুলওয়ামার বাসিন্দা আসিফ রফিক নামে এক পুলিশকর্মীকে অপহরণ করে জঙ্গিরা৷ ছুটি কাটাতে এসে জঙ্গিদের খপ্পরে পড়ে যান তিনি৷ বাইশ বছরের আসিফকে ছেড়ে দেওয়ার জন্য প্রার্থনা করেন তাঁর মা৷ সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ সুস্থ অবস্থাতেই বাড়ি ফিরে আসেন আসিফ৷ তার আগে, গত বছর জম্মু-কাশ্মীরের পুলিশ প্রধান এসপি বৈদ অপহরণের ঘটনায় জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়েছিলেন তিনি৷ তারপরেও একই ঘটনার পুনরাবৃত্তিতে উদ্বিগ্ন প্রশাসন৷ তবে পুলিশকর্মীদের আত্মীয়দের ভবিষ্যৎ নিয়ে এখনও দুশ্চিন্তায় ভারতীয় সেনা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement