Advertisement
Advertisement
নাশকতা

নিশানায় ভারত-বাংলাদেশ, চলছে ‘লোন উলফ’ হামলার প্রস্তুতি  

সদ্য আবু মহম্মদ আল বাঙালি নামের একজনকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের 'আমির' নিযুক্ত করেছে আইএস৷

Terrorists planning lone wolf attack in India and Bangladesh

ফাইল ফটো

Published by: Monishankar Choudhury
  • Posted:May 2, 2019 12:04 pm
  • Updated:May 2, 2019 12:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের নাশকতার ছক কষছে জঙ্গিরা। এবার ভারত ও বাংলাদেশে ‘লোন উলফ’ হামলার পরিকল্পনা জেহাদিদের। জঙ্গিদের প্রপাগান্ডা চ্যানেল বালাকোট মিডিয়া থেকে প্রকাশিত বাংলা ভাষায় লেখা একটি ম্যাগাজিনে এই হামলার বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

[আরও পড়ুন: ফের হামলার হুঁশিয়ারি, বাংলায় নয়া ‘আমির’ নিয়োগ আইএসের]

Advertisement

জানা গিয়েছে, ভারতকে নিশানা করার পাশাপশি বাংলাদেশে একাত্তরের ‘ঘাতক দালাল নির্মূল কমিটি’র সভাপতি শাহরিয়ার কবির ও বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন-সহ প্রাক্তন তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টাকেও টার্গেটে রেখেছে জঙ্গিরা। এই হুমকিকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী রাজধানী ঢাকা-সহ গোটা দেশে সতর্কতা জারি করেছে। রাজধানী ঢাকায় শুরু হয়েছে তল্লাশি অভিযানও। গোয়েন্দা সূত্রে খবর, ওই ম্যাগাজিনে লোন উলফ হামলা কী করে করতে হয়, যোগাযোগের কৌশল, সিসিটিভি ক্যামেরা এড়িয়ে চলা, নিশানা বেছে নেওয়া, যাতায়াতের কৌশল, রেইকি করার পদ্ধতি, অপারেশনের পরিকল্পনা, কী করা যাবে আর কী করা যাবে না, প্রয়োজনে টিম সিলেকশন এই কৌশলগুলো বিস্তারিত উল্লেখ করেছে। ‘লোন উলফ’ মানে একাকী শিকারি। লোন উলফ হামলার হুমকি দেওয়া ওই ম্যাগাজিনে ‘আমাদের টার্গেট’ শিরোনামের একটি অধ্যায়ে বাংলাদেশ ও ভারতের কাদের উপর হামলা করা যেতে পারে তার কিছু নমুনা দেওয়া হয়েছে। ওই নমুনায় বলা হয়েছে, আমেরিকা, ইজরায়েল, ব্রিটেন, ফ্রান্স ও ন্যাটো জোটভুক্ত দেশের (তুরস্ক বাদে) যে কোনও অমুসলিম বা উঁচু পদের কেউ।

জঙ্গিদের ওই ম্যাগাজিনে আরও বলা হয়েছে যে ভারতীয় সেনাবাহিনীর যে কোনও সদস্য, পুলিশ, সিআরপিএফ বা ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কোনও সদস্য, হিন্দু নেতা, বিএসএফ, ভারতের কোনও ‘শাতিম’ (প্রকাশ্য নাস্তিক) কিংবা প্রকাশক কিংবা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনও নাস্তিকও টার্গেট হতে পারে। সব মিলিয়ে ভারত ও বাংলাদেশকে রক্তাক্ত করতে উঠে পড়ে লেগেছে জেহাদিরা। সদ্য আবু মহম্মদ আল বাঙালি নামের একজনকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ‘আমির’  নিযুক্ত করেছে  আইএস৷ এবং আবারও বড়সড় হামলার হুঁশিয়ারি দিল সংগঠনটি৷

[ আরও পড়ুন: ইস্টার হামলার জের, শ্রীলঙ্কায় বন্ধ জেহাদি জাকিরের পিস টিভির সম্প্রচার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement