Advertisement
Advertisement

পুরভোটের আগেই রক্তাক্ত উপত্যকা, জঙ্গিদের গুলিতে খুন দুই রাজনৈতিক কর্মী

অনুমান, আতঙ্ক সৃষ্টির জন্যই করা হয়েছে এই হামলা৷

Terrorists Open Fire In Srinagar, Two Dead, 1 Injured
Published by: Tanujit Das
  • Posted:October 5, 2018 1:22 pm
  • Updated:October 5, 2018 1:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরভোটের একদিন আগেই জম্মু-কাশ্মীরকে উত্তপ্ত করে তুলতে এবং সেখানে ভয়ের সৃষ্টি করতে কোমর বেঁধে নামল উপত্যকার বুকে বেড়ে ওঠা জঙ্গি সংগঠনগুলি৷ শ্রীনগরে প্রকাশ্য রাস্তায় দুই রাজনৈতিক কর্মীকে হত্যা করল সন্ত্রাসীরা৷ গুরুতর জখম এক৷ মৃত দুই ব্যক্তি ও আহত ব্যক্তি ন্যাশনাল কনফারেন্সের সমর্থক বলে জানা গিয়েছে৷ সূত্রের পর, গুলি লাগার পর গুরুতর জখম অবস্থায় তাঁদের নিয়ে যাওয়া হয় কারফালি মহল্লার হাসপাতালে৷ সেখানেই দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক৷ তৃতীয় জনের চিকিৎসা চলছে৷

[কী এই এস-৪০০? রাশিয়ার সঙ্গে অস্ত্রচুক্তিতে কেন মরিয়া দিল্লি? ]

Advertisement

ঘটনার নিন্দা করেছে রাজনৈতিক মহল৷ এই ঘটনাকে কালিমালিপ্ত দিন বলে উল্লেখ করেছেন পিডিপি প্রধান তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি৷ একই ভাষায় সমালোচনা করেছেন ন্যাশনাল কনফারেন্সের নেতা উমর আবদুল্লা৷ জঙ্গি সংগঠনের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি তুলেছেন তিনি৷ মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করার জন্যই পুরভোটের একদিন আগে এমন ঘটনা ঘটানো হল বলে অভিযোগ করেছে বিজেপি৷ যদিও শীর্ষ আদালতে ঝুলে থাকা, সংবিধানের ৩৫ এ ধারার পক্ষে সওয়াল করে এই পুরভোট বয়কট করেছে পিডিপি ও এনসি৷ স্থানীয় পুরসভার নির্বাচন থেকে সরে থাকারও সিদ্ধান্ত নিয়েছে দুই রাজনৈতিক প্রতিপক্ষ৷ তাঁদের দাবি, সংবিধানের ৩৫ এ ধারা সম্পর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করুক কেন্দ্র৷

[গান্ধীজয়ন্তীতে জিন্নার ছবি প্রদর্শনীতে, ফের বিতর্কে আলিগড় বিশ্ববিদ্যালয়]

উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের মানুষদের মনে আতঙ্কের সৃষ্টি করতে গত একমাস ধরেই ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে জঙ্গি সংগঠনগুলি৷ হুমকি ভিডিও প্রকাশ করে তারা খুন করতে শুরু করে একের পর এক পুলিশের উচ্চপদস্থ কর্তাদের৷ হুঁশিয়ারির প্রভাব একটাই প্রকট যে, গত কয়েকদিনে উপত্যকায় পুলিশের চাকরি থেকে পদত্যাগ করেছেন বহু উচ্চপদস্থ পুলিশকর্তা৷ সম্প্রতি ভারতীয় গোয়েন্দাদের কাছে এসেছে চাঞ্চল্যকর একটি কথোপকথন৷ যেখানে থেকে গোয়েন্দারা স্পষ্ট হয়েছেন যে, পুলিশ কর্তাদের খুনের সুপারি আসছে সরাসরি পাকিস্তান থেকে৷ পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর মদতেই একের পর এক পুলিশ কর্তাদের খুন করছেন জঙ্গিরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement