Advertisement
Advertisement

Breaking News

কীভাবে অনন্তনাগে হামলা চালায় জঙ্গিরা? প্রকাশ্যে ভিডিও ফুটেজ

ফুটেজে স্পষ্ট জঙ্গি হামলার সম্পূর্ণ ঘটনা৷

Terrorists lob grenade at beacon camp in Kashmir’s Anantnag
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 12, 2018 7:04 pm
  • Updated:June 12, 2018 7:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চরিত্র বদলায়নি পাকিস্তান৷ মুখে আকুতির বাণী আওড়ালেও, হাতেকলমে সীমান্তে সেই অশান্তির পরিবেশই তৈরি করে রেখেছে তারা৷ গত ২০ দিনে জম্মু-কাশ্মীর উপত্যকা ও নিয়ন্ত্রণরেখাকে ২৬ বার উত্তপ্ত করে তুলেছে পাক রেঞ্জার্স ও তাদের মদতপুষ্ট জঙ্গিরা৷ মঙ্গবার সকালেও কাশ্মীরে দুই জায়গায় হামলা চালায় পাক জঙ্গিরা৷ এবার সেই হামলার ভিডিও ফুটেজই প্রকাশ্যে এসেছে৷ যেখানে দেখা যাচ্ছে, সেনা ছাউনিতে গ্রেনেড হামলা চালিয়ে চম্পট দিচ্ছে এক জঙ্গি৷

[স্বঘোষিত ধর্মগুরু ভাইয়ুজি মহারাজের রহস্যমৃত্যু, ধন্দে পুলিশ]

Advertisement

মঙ্গলবার সকালে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই অনন্তনাগের বিয়েকন সেনা ক্যাম্পে হামলা চালায় জঙ্গিদের একটি দল৷ ফুটেজে স্পষ্ট দৃশ্যমান হয়েছে সেই ছবি৷ সেখানে দেখা যাচ্ছে প্রথমে গাড়ি থেকে নামে এক জঙ্গি৷ তারপরে ক্যাম্পের বন্ধ দরজার সামনে এসে দাঁড়ায় সে৷ দরজার উপর দিয়ে গ্রেনেড ছোঁড়া হয় ক্যাম্পের ভিতরে৷ এরপরেই চম্পট দেয় ওই জঙ্গি৷ তবে গাড়ি করে পালানোর সময় উলটোদিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে তার গাড়ির৷ কিন্তু পালাতে সফল হয় ওই জঙ্গি৷ গ্রেনেড হামলায় গুরুতর জখম হয়েছেন ১০ জওয়ান৷

[ট্রেনে মহিলাদের সুরক্ষায় এবার আসছে সুভদ্রা বাহিনী]

অন্যদিকে, সকালেই পুলওয়ামার একটি পুলিশ চৌকিতে হামলা চালায় জঙ্গিরা৷ ভোরবেলায় অতর্কিতে গুলি চালাতে চালাতে পুলিশ চৌকিতে ঢোকার চেষ্টা করে তারা৷ তবে প্রতিরোধ করে জম্মু-কাশ্মীর পুলিশ৷ গুলির লড়াইয়ে শহিদ হন দুই পুলিশকর্মী৷ গুরুতর জখম হম তিনজন৷ রমজান উপলক্ষে আগেই উপত্যকায় শর্তসাপেক্ষে জঙ্গিদমন অভিযান বন্ধের কথা ঘোষণা করেছিল কেন্দ্র৷ কিন্তু তাতে কর্ণপাত করেনি পাকিস্তান৷ ক্রমাগত সীমান্তকে উত্তেজিত করে রেখেছে তারা৷ যার কড়া জবাব দিচ্ছে ভারতেও৷ তবে এই লড়াইয়ে সীমান্ত লাগোয়া ভারতীয় গ্রামগুলি ক্রমাগত ক্ষয়ক্ষতির মুখে পড়ছে৷ বেঘোরে প্রাণ যাচ্ছে অনেক নিরীহ নাগরিকের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement