সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানুষ খুনের মতো ঘৃণ্য অপরাধের সঙ্গে যুক্ত থাকলে নিজের পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক রাখার যে কোনও ভাবনা ত্যাগ করতে হবে৷ পরিবারের সদস্যদের সঙ্গে জঙ্গিদের দেখা করার কোনও সুযোগ দেওয়া হবে না, কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট৷ জম্মু ও কাশ্মীর ইসলামিক ফ্রন্টের সঙ্গে যুক্ত জঙ্গি মহম্মদ নওশাদ নিজের মেয়ের বিয়েতে উপস্থিত থাকার জন্য অন্তর্বর্তী জামিনের আবেদন করলে সেই আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট৷
১৯৬৬ সালের লাজপত নগর বিস্ফোরণে প্রধান অভিযুক্ত নওশাদ বর্তমানে সাজা কাটছে৷ আগামী ২৮ তারিখ নিজের মেয়ের বিয়েতে যোগ দেওয়ার জন্য এই বন্দি সুপ্রিম কোর্টের কাছে অন্তর্বর্তী জামিনের আবেদন করে৷ কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহারের বেঞ্চ নওশাদের জামিনের আর্জি খারিজ করে দেয়৷ বিচারপতি বলেন, “যে বা যারা সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করার মতো ঘৃণ্য কাজে যুক্ত থাকতে পারে তাদের নিজেদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার যাবতীয় আশা ত্যাগ করা উচিত৷ কোনও প্যারোল বা অন্তর্বর্তী জামিনে তাদের মুক্তি দেওয়া হবে না৷”
জামিনের আবেদনে নওশাদ জানিয়েছিল, গত দু’দশক ধরে সে জেলে বন্দি৷ এমন অবস্থায় সে তার মেয়ের বিয়েতে উপস্থিত থাকতে চায়৷ কিন্তু তার আবেদনই খারিজ করে দিল সুপ্রিম কোর্ট৷ প্রসঙ্গত, ১৯৬৬ সালের ২১ মে লাজপত নগরে বোমা বিস্ফোরণ ঘটানোর অভিযোগ ছিল নওশাদের বিরুদ্ধে৷ ওই ঘটনায় ১২ জন সাধারণ মানুষের প্রাণ যায়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.