ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের উত্তপ্ত জম্মু ও কাশ্মীর। শ্রীনগরে পুলিশের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাল জঙ্গিরা। ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন বলে খবর। এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, সোমবার শ্রীনগরের (Srinagar) পান্থ চকের জেওয়ান এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। আহত হন ১৪ জন পুলিশ কর্মী। তাঁদের ইতিমধ্যেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে কাশ্মীর জোন পুলিশ। পরে দু’জনের মৃত্যুর খবর সামনে আসে।
Terrorists fired upon a police vehicle near Zewan in Pantha Chowk area of Srinagar. 14 personnel injured in the attack. All the injured personnel evacuated to hospital. Area cordoned off. Further details shall follow: Kashmir Zone Police
(Visuals deferred by unspecified time) pic.twitter.com/IfEXEh3wii
— ANI (@ANI) December 13, 2021
এদিন সকালেই শ্রীনগরের রণগ্রেথ এলাকায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। গোপন সূত্রে খবর পেয়ে এদিন পুলিশ ও নিরাপত্তারক্ষী বাহিনী যৌথ তল্লাশি অভিযান শুরু করে ওই এলাকায়। জঙ্গি ডেরার খোঁজ মিলতেই শুরু হয়ে যায় ভারী গুলি বর্ষণ। সন্ত্রাসবাদীরা এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। পালটা দেয় সেনাও। তাতেই নিকেশ হয় দুই জঙ্গি।
উল্লেখ্য, রবিবার জম্মু ও কাশ্মীরের অবন্তিপুরার বরগাম এলাকায় এক জঙ্গিকে খতম করেছিল নিরাপত্তারক্ষী বাহিনী। তারপরই সোমবার সেনা-পুলিশের যৌথ আক্রমণে খতম হয় দুই জঙ্গি। কিন্তু বেলা গড়াতেই ফের পালটা আক্রমণ শানায় জঙ্গিরা। সরাসরি পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। জানা গিয়েছে, ওই গাড়িতে সসস্ত্র পুলিশ বাহিনী ছিল। সেখানেই জঙ্গিদের গুলি প্রাণ হারান দু’জন। ঘটনায় শহিদদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি কীভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখার নির্দেশও দিয়েছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.