Advertisement
Advertisement

Breaking News

পুলওয়ামা পুলিশ লাইনে জঙ্গি হামলা, শহিদ এক পুলিশকর্মী

আহত হয়েছেন ৭জন পুলিশকর্মী।

Terrorists attack Pulwama police Lines, encounter on
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 26, 2017 3:57 am
  • Updated:October 3, 2019 3:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন করে অশান্তি ছড়াল উপত্যকায়। পুলওয়ামায় পুলিশ লাইনে জঙ্গি হামলায় শহিদ হলেন এক পুলিশ আধিকারিক। জখম ৩ সিআরপিএফ জওয়ান সহ মোট ৭ জন। শনিবার ভোর সাড়ে চারটে নাগাদ পুলিশ লাইনে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। ঘটনাস্থলেই আহত হন তিনজন সিআরপিএফ জওয়ান। আহত হন জম্মু কাশ্মীর পুলিশের আরও ৩ কর্মী। পরে জখম হন আরও একজন।

[অবশেষে পাক জঙ্গি সংগঠন হিজবুলকে ‘সন্ত্রাসবাদী’ তকমা আমেরিকার]

Advertisement

গুলির লড়াই শুরু হতেই পালটা জবাব দেন পুলিশকর্মীরা। এলাকায় এখনও  ২-৩ জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে সূত্রের খবর। পরিস্থিতি সামাল দিতে আরও পুলিশ বাহিনী নিয়ে আসা হয়। গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। এখনও গুলির লড়াই চলছে বলে খবর।

[জেলেও ‘জামাই আদর’ রাম রহিমকে, মিলছে মিনারেল ওয়াটার-সহযোগী]

আগস্টের ২২ তারিখ সেনা জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বান্দিপোরা। গত কয়েক মাস ধরে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় লাগাতার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। পালটা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। আর এই দু’পক্ষের গুলির লড়াইয়ে মাঝে পড়ে ক্ষতি হচ্ছে সীমান্তবর্তী গ্রামগুলির নিরীহ মানুষদের। প্রাণহানির ঘটনাও ঘটছে। এই পরিস্থিতিতে এবার কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা লাগোয়া গ্রামগুলিতে  ১০০টি বাঙ্কার তৈরির কাজ শুরু করেছে জম্মু ও কাশ্মীর সরকার।

[হনুমান মন্দিরের মাথায় উড়ছে ‘পাক পতাকা’, ছড়াল তীব্র উত্তেজনা]

এ-মাসের শুরু দিকে ভারতীয় সেনা উত্তর কাশ্মীরের মাচাল সেক্টরে জঙ্গিদের অনুপ্রবেশের ছক বানচাল করে দেয়।জঙ্গিদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর  অভিযানের খতিয়ান দিয়েছে সরকার। এবছরে এখনও পর্যন্ত ১৩২ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। কাশ্মীর উপত্যকায় কমবেশি ৬৮ জন জঙ্গি ঘোরাফেরা করছে বলে জানিয়েছে সরকারি সূত্র। শীতের আগেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আশাবাদী নিরাপত্তা বাহিনী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement