Advertisement
Advertisement

Breaking News

সার্জিক্যাল স্ট্রাইকের জেরে শিবির ছেড়ে পালাচ্ছে জঙ্গিরা

এদিন নর্দার্ন ও ওয়েস্টার্ন কমান্ড পরিদর্শনে যান স্বয়ং সেনাপ্রধান দলবীর সিং৷

terrorists are escaping from camp after surgical strike
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 2, 2016 9:08 am
  • Updated:October 2, 2016 9:09 am  

দেবশ্রী সিনহা, নয়াদিল্লি: অচেতন করে অস্ত্রোপচার করলে জ্ঞান ফিরলেও রোগী অনেক সময় বুঝতে পারে না, আদৌ অস্ত্রোপচার হয়েছে কি না৷ পাকিস্তানের অবস্থাও এখন সেইরকম৷ পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইকের পর এই প্রথম মুখ খুলে প্রতিবেশীকে কটাক্ষ করলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর৷ গোয়েন্দা সূত্রে খবর, সেনা হামলার জেরে আতঙ্ক তৈরি হয়েছে পাক শিবিরে৷

জম্মু ও কাশ্মীরে কারফিউ উঠে যাওয়ার পরেও বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির ডাকা ধর্মঘটে রাজ্যের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে৷ তবে কোথাও কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি৷ শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন পারিক্কর৷ জঙ্গি অনুপ্রবেশ রোধ, মহারাষ্ট্রে সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি নিয়েও তাঁদের কথা হয়েছে৷ সার্জিক্যাল স্ট্রাইক নিখুঁতভাবে সম্পন্ন হওয়ায় ভারতীয় সেনা ও সরকারি প্রশাসনে এখন স্বস্তির ছোঁয়া৷ উত্তরাখণ্ডে একটি অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, হনুমান এক লাফে সাগর পেরিয়ে লঙ্কায় গিয়েছিলেন৷ সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে ভারতীয় সেনাও নিজেদের ক্ষমতা দেখিয়ে দিয়েছে বলে পারিক্কর মন্তব্য করেছেন৷

Advertisement

এদিকে, এদিন নর্দার্ন ও ওয়েস্টার্ন কমান্ড পরিদর্শনে যান স্বয়ং সেনাপ্রধান দলবীর সিং৷ পাক সীমান্তে সেনা কতটা তৈরি, তিনি খতিয়ে দেখেন৷ নর্দার্ন কমান্ডের উধমপুর সদর দফতরে সার্জিক্যাল স্ট্রাইকে যুক্ত স্পেশাল ফোর্সের কমান্ডোদের সঙ্গে দেখা করে সেনাপ্রধান তাঁদের অভিনন্দন জানিয়েছেন৷ বিভিন্ন বাহিনীর প্রধানদের চূড়ান্ত সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন তিনি৷ যাতে পাকিস্তানের তরফে কোনও প্রত্যাঘাত করার চেষ্টা হলে উপযুক্ত জবাব দেওয়া যায়৷

গোয়েন্দা সূত্রে খবর, সার্জিক্যাল স্ট্রাইকের জেরে অন্তত ১৮টি জঙ্গিশিবির সরিয়ে নিয়েছে পাক সেনা৷ তিনশো জঙ্গি ইতিমধ্যেই পালিয়েছে৷ পাক সেনা বন্দুক দেখিয়ে তাদের আটকানোর চেষ্টা করলেও সফল হয়নি৷ অনেকে বাড়ি ফিরে গিয়েছে৷ আবার অনেককে পাক সেনা গোপন ঘাঁটিতে সরিয়ে দিয়েছে৷ কিন্তু তারাও নাকি সেখানে থাকতে চাইছে না৷ অবশ্য এখনও পাকিস্তান জবাব দেওয়ার চেষ্টা ছাড়ছে না৷

এদিকে, উরির সেনাছাউনিতে জঙ্গি হামলার তদন্তের জেরে সেখানকার ব্রিগেড কমান্ডারকে সরিয়ে দিয়েছে সেনা কর্তৃপক্ষ৷ আপাতত কোনও দায়িত্বে থাকছেন না ব্রিগেডিয়ার কে সোমশেখর৷ তাঁর পরিবর্তে ব্রিগেডের দায়িত্ব নেবেন সেনার ২৮ মাউন্টেন ডিভিশনের এক অফিসার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement