ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরে ফের সাফল্য নিরাপত্তাবাহিনীর। শ্রীনগরের হারওয়ান এলাকার দাচিগ্রামে জঙ্গিদের সঙ্গে রাতভর গুলির লড়াই চলে যৌথবাহিনীর। সেই অভিযানেই এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার নিশ্চিত করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান জারি রয়েছে সেনাবাহিনী।
জানা গিয়েছে, গত সোমবার সেনার কাছে খবর আসে হারওয়ান এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসী। গোপন খবরের ভিত্তিতে রাতেই অভিযানে নামে সেনা, সিআরপিএফ ও পুলিশের যৌথ বাহিনী। জঙ্গলময় ওই এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। এই অবস্থায় পিছু হঠার জায়গা না পেয়ে সেনাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় সেনাও। রাতভর দু তরফের গুলির লড়াই চলার পর মঙ্গলবার ভোরে এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি ওই জঙ্গলে আরও দুই থেকে তিনজন জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে অনুমান আধিকারিকদের। এলাকাজুড়ে শুরু হয়েছে তল্লাশি।
উল্লেখ্য, বিগত কয়েকমাস ধরে দফায় দফায় উত্তপ্ত হয়েছে জম্মু ও কাশ্মীরের একাধিক এলাকা। গত ২৩ নভেম্বর নিরাপত্তাবাহিনীর অভিযানে বারামুলা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। ধ্বংস করে দেওয়া হয় জঙ্গিদের ডেরা। তার আগে অবশ্য একাধিকবার সেনা কনভয়ে হামলা ও উপত্যকায় নিরপরাধ মানুষকে হত্যা করেছে জঙ্গিরা। প্রতিবার পালটা জবাব এসেছে সেনার থেকে।
এদিকে শীতের মরশুম শুরু হয়েছে জম্মু ও কাশ্মীরে। বরফের চাদরে ঢেকে গিয়েছে কাশ্মীরের বেশিরভাগ এলাকা। বিএসএফের চোখে ধুলো দিয়ে সীমান্ত পারাপারের জন্য সাধারণত এই সময়টাকে ব্যবহার করে জঙ্গিরা। কাশ্মীরের অভ্যন্তরেও শুরু হয় সন্ত্রাসবাদী কার্যকলাপ। যদিও উপত্যকার মাটিতে সন্ত্রাসের আগুন এক ফুঁয়ে নিভিয়ে দিতে অ্যালার্ট মোডে নিরাপত্তাবাহিনীও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.