সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের উত্তপ্ত উপত্যকা৷ শুক্রবার রাত থেকে শুরু হয়েছে সেনা ও জঙ্গির গুলির লড়াই৷ অশান্ত উপত্যকায় ভারতীয় সেনার বড়সড় সাফল্য৷ সেনার গুলিতে নিকেশ এক জঙ্গি৷ বারামুলায় পালটা জঙ্গির গুলিতে শহিদ হয়েছেন এক পুলিশ আধিকারিকও৷
ভিডিও বার্তায় আগেই জঙ্গিরা পুলিশ আধিকারিকদের হুমকি দিয়েছিল৷ চাকরি না ছাড়লে, প্রাণহানি হবে বলেই জানিয়েছিল সন্ত্রাসবাদীরা৷ সেই হুমকির পর থেকে পুলিশ আধিকারিকদের উপর হামলার ঘটনা ঘটেই চলেছে৷ কখনও অপহরণ করে নিয়ে গিয়ে হত্যা, আবার কখনও গুলি করে খুনের মতো ঘটনা উপত্যকায় নতুন কিছু নয়৷ একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল শুক্রবার রাতে৷ এবার জঙ্গিদের টার্গেট ছিলেন জাভেদ আহমেদ লোন নামে এক পুলিশ আধিকারিক৷ শুক্রবার রাতে বারামুলায় তাঁর বাড়িতে ঢুকে পড়ে জঙ্গিরা৷ ওই পুলিশ আধিকারিককে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসবাদীরা৷ গুলিতে ঝাঁজরা হয়ে যান লোন৷ অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভরতি করা হয় স্থানীয় হাসপাতালে৷ সেখানেই মারা যান লোন৷
জঙ্গিরা ঘাপটি মেরে বসে রয়েছে, এই সন্দেহে ওই বাড়িটি ঘিরে ফেলে সেনারা৷ প্রাণে বাঁচতে সেনাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা৷ শুরু হয় সেনা ও জঙ্গিদের গুলির লড়াই৷ তবে সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াইতে সাফল্য পায় ভারতীয় সেনা৷ শনিবার ভোররাতের দিকে জঙ্গির গুলিতে নিকেশ হয় এক জঙ্গি৷ ওই জঙ্গির কাছ থেকে বেশ কিছু অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷ তবে নিকেশ ওই জঙ্গি কোন সংগঠনের তা এখনও জানা যায়নি৷ পুলিশকর্মী জাভেদ আহমেদ লোনেরও হত্যার দায় এখনও কোনও জঙ্গি সংগঠন স্বীকার করেনি৷
Pulwama: Encounter underway between terrorists and security forces in Babgund. More details awaited. #JammuAndKashmir (visuals deferred by unspecified time) pic.twitter.com/dNUR5spMNW
— ANI (@ANI) October 13, 2018
আপাতত পুলিশকর্মীদেরই টার্গেট করেছে জঙ্গিরা৷ এই নিয়েই চিন্তায় রয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন৷ উদ্বিগ্ন অন্যান্য পুলিশ আধিকারিকরাও৷ শনিবার ভোররাতে জঙ্গি হামলায় আবারও জাভেদ আহমেদ লোনের মৃত্যুর ঘটনায় নতুন করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে উপত্যকায়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.