সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভারতে অনুপ্রবেশের চেষ্টা। শনিবার ভোরে কাশ্মীরের আখনুরে নিয়ন্ত্রণ রেখার কাছে নিরাপত্তাবাহিনীর হাতে খতম হয়েছে এক জঙ্গি। বাকি জেহাদিদের খুঁজতে ওই অঞ্চলে শুরু করা হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান।
সেনা সূত্রে খবর, শনিবার সকালে সীমান্তে ৪ জন জঙ্গির উপস্থিতির খবর মেলে। তাদের প্রত্যেকের কাছেই বিপুল অস্ত্রশস্ত্র ছিল। জেহাদিরা আখনুরে অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করছিল। কিন্তু সেই ছক এদিন বানচাল করে দেয় সেনা। অনুপ্রবেশকারীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় জওয়ানদের। আর তাতেই খতম হয় এক জঙ্গি। কিন্তু তার দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। নিহত ওই জেহাদির দেহ সীমান্তের ওপারে টেনে নিয়ে যায় তার সঙ্গীরা।
বলে রাখা ভালো, গত বৃহস্পতিবার পুঞ্চে জঙ্গিদের হামলায় শহিদ হন পাঁচ জওয়ান। সেই ঘটনার রেশ এখনও কাটেনি। জঙ্গিদের খুঁজতে এখনও ডেরা কি গালি ও বালফাইজ এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। এর মাঝেই ফের এদিন বড়সড় হামলার ছক কষেছিল জঙ্গিরা। প্রসঙ্গত, কয়েকদিন আগেই এক গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছিল, নিয়ন্ত্রণরেখা বরাবর টেরর লঞ্চপ্যাডগুলোকে সক্রিয় করেছে পাক সেনা। সেখান থেকে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবার জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে।
উল্লেখ্য, গ্লোবাল জেহাদ’ বা বিশ্ব সন্ত্রাসবাদের আঁতুড়ঘর পাকিস্তান (Pakistan)। সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান অভিযানের সময় আমেরিকার টাকায় মুজাহিদ তৈরি করেছিল আইএসআই। তার পর ‘ভারতপন্থী’ মুজাহিদদের শিক্ষা দিতে তালিবান তৈরি করে দেশটি। ৯/১১ পরবর্তী বিশ্বে আফগানভূমে মার্কিন ‘মিত্রজোটে’ নাম লেখালেও গোড়া থেকেই তালিবানকে মদত দিচ্ছে ইসলামাবাদ। ফলে এবার তালিবানের মদতে ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ বাড়িয়ে তুলবে পড়শি দেশটি বলে আশঙ্কা করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.