Advertisement
Advertisement

Breaking News

শ্রীনগরে সেনার হাত ফসকে পালাল জুনেইদ মাট্টু-সহ ৬ লস্কর জঙ্গি

সোপিয়ানে জঙ্গি হামলায় নিহত এক, জঙ্গিদের খোঁজে ৯০-এর রেওয়াজ ফিরল উপত্যকায়৷

terrorist Junaid Mattu fled Srinagar during Army operation
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 5, 2017 3:24 am
  • Updated:May 5, 2017 3:28 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত এক দশকে এমন অশান্তি দেখা যায়নি ভূস্বর্গে৷ জম্মু-কাশ্মীরের সোপিয়ানে সেনা টহলদারির সময় জঙ্গি হামলায় প্রাণ হারালেন একজন৷ গুরুতর জখম তিন সেনাকর্মী৷ বৃহস্পতিবারের এই হামলার ঘটনার দায় স্বীকার করেছে হিজবুল মুজাহিদিন জঙ্গিগোষ্ঠী৷ পাল্টা তল্লাশি অভিযানের সময় সেনার হাত ফস্কে পালাল জুনেইদ মাট্টু-সহ ৬ লস্কর জঙ্গি৷ জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চালাতে নব্বইয়ের দশকের প্রথা ফিরিয়ে আনল সেনা৷ বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে চলছে তল্লাশি৷

[জওয়ানের মুণ্ডচ্ছেদের ‘প্রতিবাদ’, রাস্তায় আঁকা পাক পতাকায় পা যুবকদের]

এই পরিস্থিতি বৃহস্পতিবার সকাল থেকে সন্ত্রাস দমনে বড় ধরনের তল্লাশি অভিযান শুরু করেছে সেনাবাহিনী৷ কিছু দিন ধরেই ভূস্বর্গে জঙ্গিরা সক্রিয় হয়ে উঠেছে৷ জঙ্গিদের অতি সক্রিয়তা রুখতেই শেষ পর্যন্ত কাশ্মীরের সোপিয়ানে অভিযানে নামল সেনা৷ আত্মগোপনকারী জঙ্গিদের খুঁজে বের করতে এদিন চার হাজারেরও বেশি সেনা সোপিয়ান জেলার ২৪টিরও বেশি গ্রাম ঘিরে ফেলে তল্লাশি শুরু করে৷ হেলিকপ্টার, ড্রোনের সাহায্যেও নজরদারি চালানো হয়৷

Advertisement

সেনাবাহিনী জানিয়েছে, সম্প্রতি এই জেলায় আত্মগোপনকারী জঙ্গিরা একাধিকবার বাহিনীর উপর আক্রমণ চালিয়েছে৷ আত্মগোপনকারী ওই জঙ্গিদের খুঁজে বের করতে এদিন ভোর থেকেই তল্লাশি অভিযানে নামে পুলিশ, সেনা এবং সিআরপিএফ জওয়ানদের এক যৌথ বাহিনী৷ নাম গোপন রেখে এক সেনা অফিসার জানান, গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে এতবড় মাপের কোনও অভিযান চালায়নি সেনা৷ নয়ের দশকের শেষ দিকেই বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালানো বন্ধ করে দিয়েছিল সেনাবাহিনী৷ এবার সেই পুরনো প্রথাই ফিরিয়ে আনা হল৷

[কাশ্মীরে ফের কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে পড়ুয়ারা]

তল্লাশি অভিযান শুরু করার পর যৌথ বাহিনী সব গ্রামবাসীকে একটি জায়গায় জড়ো হওয়ার নির্দেশ দেয়৷ এর পরই বাড়ি বাড়ি ঢুকে চিরুনি তল্লাশি শুরু হয়৷ এই অভিযানের সঙ্গে যুক্ত এক সেনা অফিসার বলেন, “আমরা চাই না এই তল্লাশি অভিযানে কোনও নিরীহ গ্রামবাসীর প্রাণহানি হোক৷ সে কারণেই গ্রামবাসীদের ঘর থেকে বাইরে বেরিয়ে আসতে অনুরোধ করি৷” সম্প্রতি গোয়েন্দা বাহিনী এক রিপোর্টে জানায়, জঙ্গিরা বিভিন্ন এলাকায় আত্মগোপন করে রয়েছে৷ এই জঙ্গিদের মধ্যে বিদেশি জঙ্গিও রয়েছে৷ ওই গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই এদিন তল্লাশি অভিযান চলে৷ একটি বিশেষ সূত্রের খবর, ওই তল্লাশির সময় শ্রীনগর থেকে কুখ্যাত জুনেইদ মাট্টু-সহ ৬ লস্কর জঙ্গি অল্পের জন্য সেনার হাত ফস্কে পালাতে সক্ষম হয়৷ জঙ্গিদের খোঁজে  তল্লাশি অভিযানে বাধা দিতে তুরকাঙ্গাম গ্রামে এদিন যৌথ বাহিনীর উপর পাথর ছোড়ার ঘটনা ঘটেছে৷ এ সপ্তাহেই সেনাপ্রধান বিপিন রাওয়াত ইঙ্গিত দিয়েছিলেন যে, জঙ্গি দমনে কাশ্মীরে সেনা সংখ্যা বাড়ানো হবে৷

গত মঙ্গলবার গভীর রাতে সোপিয়ানের আদালত চত্বরের পুলিশ চৌকি থেকে দুষ্কৃতীরা পাঁচটি সার্ভিস রাইফেল, চারটি ইনসাস রাইফেল এবং একটি এ কে-৪৭ রাইফেল ছিনতাই করে৷ বুধবার পুলওয়ামায় দু’টি ব্যাঙ্কে লুঠপাট চালায় দুষ্কৃতীরা৷ জেলা পুলিশ সুপার রইস মহম্মদ ভাট জানিয়েছেন, ব্যাঙ্ক ডাকাতির পিছনে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার হাত থাকতে পারে৷ ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় এ পর্যন্ত দু’জন সন্দেহভাজনকে চিহিত করেছে পুলিশ৷ পাদগামপোরা ও খাগপুরার এই দুই সন্ত্রাসবাদীর সঙ্গে লস্করের যোগাযোগ রয়েছে৷

[‘বদলা নেবই’, পাকিস্তানকে হুঁশিয়ারি সেনাপ্রধানের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement