Advertisement
Advertisement

কাশ্মীরে বড়সড় জঙ্গি হানা, শহিদ অন্তত ৪০ জওয়ান

হামলার দায় স্বীকার জইশের৷

 Terrorist attacked CRPF in Jammu & Kashmir
Published by: Tanujit Das
  • Posted:February 14, 2019 4:39 pm
  • Updated:February 14, 2019 7:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে জম্মু-কাশ্মীরে বড়সড় জঙ্গি হামলা৷ পুলওয়ামার অবন্তীপোরা এলাকার গোরিপোয়ার সিআরপিএফ জওয়ানদের কনভয়ে আইইডি বোঝাই গাড়ি নিয়ে ধাক্কা জঙ্গিদের৷ বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ হয় সেনার কনভয়৷ এরপর গাড়ি লক্ষ্য করে একের পর এক গ্রেনেড ও গুলিবর্ষণ করে জঙ্গিরা। ঘটনায় এখনও পর্যন্ত শহিদ হয়েছেন ৩০ জন সিআরপিএফ জওয়ান৷ গুরুতর জখম আরও ২৫ জন৷ ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ৷ বিস্ফোরণে যুক্ত আদিল আহমেদ নামে এক জইশ জঙ্গির নাম উঠে আসছে তদন্তে৷ তার ছবিও প্রকাশ করা হয়েছে৷ সেনা সূত্রে খবর, বিস্ফোরক ভরতি বোঝাই গাড়িটি আদিলই চালাচ্ছিল৷

[ভাইরাল আকাশ আম্বানির বিয়ের কার্ড, দেখলেই চমকে যাবেন]

Advertisement

জানা গিয়েছে, কনভয়টিতে ছিল ২৫০০ জন সিআরপিএফ জওয়ান৷ জম্মু-শ্রীনগর হাইওয়েতে হঠাৎই কনভয়ের মাঝে ঢুকে আসে একটি গাড়ি৷ যাতে আইইডি বোঝাই করা ছিল৷ সেনা কনভয়ের সঙ্গে ধাক্কায় প্রবল বিস্ফোরণ ঘটে৷ এরপর কনভয়টিকে ঘিরে ফেলে জঙ্গিরা৷ লাগাতার গুলি চালিয়ে ঝাঁজরা করে দেওয়া হয় গাড়িটিকে৷ সূত্রের খবর, এখনও পর্যন্ত শহিদ হয়েছেন ৩০ জন সিআরপিএফ জওয়ান৷ গুরুতর জখম হয়েছেন আরও ২৫ জন৷ আহতদের ভরতি করা হয়েছে স্থানীয় হাসপাতালে৷ গোটা এলাকা ঘিরে ফেলেছে ভারতীয় সেনা৷ জঙ্গিদের খোঁজে চলছে নাকা তল্লাশি৷ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ৷ আসন্ন লোকসভার আগে এই ধরনের জঙ্গি হামলার আভাস আগেই দিয়ে রেখেছিলেন গোয়েন্দারা৷ এমনকী, ৮-১০ দিন আগেও উপত্যকার সেনাকে সতর্ক করা হয় বলে সূত্রের খবর৷ কিন্তু তাও কেন এই ধরনের হামলা এড়ানো গেল না, তা নিয়ে উঠছে প্রশ্ন৷ উরির পর এই প্রথম এত বড় মাপের একটি হামলা ঘটাল জঙ্গিরা৷

[ভোটের বাজারে হিট ‘মোদি শাড়ি’, রমরমিয়ে বাড়ছে বিক্রি]

প্রসঙ্গত, গতকালই কাশ্মীরে পড়ুয়াদের নিশানা করেছিল জঙ্গিরা৷ বুধবার দুপুরে পুলওয়ামার একটি কোচিং সেন্টারে বিস্ফোরণ ঘটায় তারা৷ বিস্ফোরণে গুরুতর জখম হয় ১২ জন পড়ুয়া৷ তার আগে জম্মু-কাশ্মীরের বুদগাম জেলার গোপালপোরা এলাকায় পুলিশের সঙ্গে গুলির লড়াই চলছিল জঙ্গিদের৷ খতম হয় দুই জঙ্গি৷ এরপর এই কোচিং সেন্টারকে টার্গেট করে জঙ্গিরা৷ 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement