Advertisement
Advertisement

Breaking News

Narendra Modi

বানচাল মোদিকে হত্যার ছক! বিহার থেকে ধৃত দুই সন্ত্রাসবাদী

২০৪৭ সালের মধ্যে ভারতকে মুসলিম রাষ্ট্র বানানোর পরিকল্পনা ধৃত জঙ্গিদের।

Terrorist attack plotting against Narendra Modi, two arrested from Bihar | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:July 14, 2022 12:36 pm
  • Updated:July 14, 2022 12:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে নাশকতার ছক কষেছিল বিহারের দুই জঙ্গি। বৃহস্পতিবার পাটনা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার বিহারের দেওঘরে বিমানবন্দর উদ্বোধন করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। সেই সময়ে তাঁকে হত্যা করার পরিকল্পনা সাজানো হয়েছিল বলে জানা গিয়েছে। মোদির সফরের পনের দিন আগে থেকেই বিশেষ প্রশিক্ষণ নিয়েছিল ধৃত দুই জঙ্গি।

জানা গিয়েছে, দুই জঙ্গির নাম আতহার পারভেজ এবং মহম্মদ জালালউদ্দিন। ফুলওয়ারি শরিফ এলাকায় তারা বেশ কিছুদিন ধরে প্রশিক্ষণ নিয়েছিল। গত ৬ এবং ৭ জুলাই মোদির উপরে হামলার পরিকল্পনা করতে বিশেষ মিটিং করেছিল দু’জনে। ফুলওয়ারি শরিফে তাদের ডেরায় তল্লাশি চালিয়েছে বিহার (Bihar) পুলিশ। সেখান থেকেই নানা কাগজপত্র উদ্ধার হয়েছে। সেখানে জঙ্গি সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (পিএফআই) (PFI) বেশ কিছু বই পাওয়া গিয়েছে। তাদের কাগজপত্র থেকে জানা গিয়েছে, ২০৪৭ সালের মধ্যে ভারতকে ইসলামিক রাষ্ট্র বানানোর পরিকল্পনা করেছিল ওই দুই জঙ্গি।

Advertisement

[আরও পড়ুন:‘নাটক’, ‘নির্যাতন’, ‘দাঙ্গা’, ‘দালাল’ এবার নিষিদ্ধ, শব্দে লাগাম সংসদে, সরব তৃণমূল]

সেই সঙ্গে জানা গিয়েছে, মাস দুয়েক ধরেই দেশের নানা প্রান্ত থেকে লোকজন আসত ফুলওয়ারি শরিফ এলাকায়। নাম ভাঁড়িয়ে হোটেলে থাকত তারা। মার্শাল আর্টস শেখানোর নামে তরোয়াল এবং ছুরি চালানোর প্রশিক্ষণ দেওয়া হত। এলাকার সিসিটিভি ফুটেজ থেকে এই তথ্য জানা গিয়েছে। ধৃত জঙ্গি পারভেজ ইতিমধ্যেই সাধারণ মানুষের কাছ থেকে লক্ষাধিক টাকা চাঁদা তুলেছিল। সেই আর্থিক দুর্নীতির ফলে ইতিমধ্যেই ইডির নজরে রয়েছে সে। সেই সঙ্গে জানা গিয়েছে, পাকিস্তান, বাংলাদেশ এবং তুরস্কের মতো দেশ থেকে নিয়মিত অর্থ পাঠানো হত ধৃত জঙ্গিদের কাছে। ভারতে নাশকতা মূলক কাজ চালানোর জন্যই সেই অর্থ আসত বলে অনুমান পুলিশের।

বিহার পুলিশ জানিয়েছে, ধৃত জঙ্গি মহম্মদ জালালউদ্দিন ঝাড়খণ্ডের অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। জঙ্গি সংগঠন সিমির (SIMI) সঙ্গে যুক্ত ছিল অপর ধৃত জঙ্গি পারভেজ। বর্তমানে দু’জনেই পিএফআইয়ের সঙ্গে যুক্ত। আপাতত তাদের জেরা করছে বিহার পুলিশ, এমনটাই জানা গিয়েছে।

[আরও পড়ুন: যত নষ্টের গোড়া রাশিয়া! ‘লঙ্কাকাণ্ডে’র জন্য মস্কোকে দায়ী করলেন জেলেনস্কি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement